AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah-AC Local: শিয়ালদহের এসি লোকালে প্রথম দিনই যা ঘটালেন যাত্রী! হাতেনাতে ধরে ফেলল রেল

Sealdah-AC Local: প্রথম দিন রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকালে মোট যাত্রী হয়েছিল ২৫০৩ জন। এই পরিসংখ্যান যথেষ্ট খুশি রেল কর্তৃপক্ষ।

Sealdah-AC Local: শিয়ালদহের এসি লোকালে প্রথম দিনই যা ঘটালেন যাত্রী! হাতেনাতে ধরে ফেলল রেল
রানাঘাট রুটের এসি লোকালImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 11, 2025 | 6:26 PM
Share

কলকাতা: সোমবার শিয়ালদহ শাখায় যাত্রী নিয়ে প্রথমবার ছুটল এসি লোকাল ট্রেন। রানাঘাট থেকে শিয়ালদহ রুটে ছুটল সেই ট্রেন। বাণিজ্যিকভাবে সেই ট্রেন চালু হওয়ার পর প্রথম দিনই রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে ধরা পড়ল বিনা টিকিটের যাত্রী। দিতে হল জরিমানাও।

যে বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল রেলের তরফে, সেটাই ঘটল প্রথম দিনই। বিনা টিকিটে উঠে সিটের পাশে লুকিয়ে ছিলেন এক যাত্রী। রেল সূত্রে খবর, টিকিট পরীক্ষক টিকিট দেখতে চাইতেই অন্য বগিতে যাওয়ার চেষ্টা করেন ওই যাত্রী। তখনই ওই যাত্রীকে দেখে সন্দেহ হয় এবং হাতেনাতে ধরে ফেলা হয়। ধরা পড়ার পর যাত্রী জানান তিনি টিকিট কাটেননি।

এরপরই ওই যাত্রীকে বিনা টিকিটে ট্রেনে ওঠার অপরাধে জরিমানা ধার্য করেন টিকিট পরীক্ষক। প্রথম দিন রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকালে মোট যাত্রী হয়েছিল ২৫০৩ জন। এই পরিসংখ্যান যথেষ্ট খুশি রেল কর্তৃপক্ষ।

শিয়ালদহ শাখায় বিনা টিকিটে যাতায়াতের ঘটনা নতুন নয়। প্রতি বছর পূর্ব রেল এই শাখা থেকে বিপুল টাকা সংগ্রহ করে জরিমানা হিসেবে। এসি লোকালও ছাড় পেল না। বারবার সতর্ক করা সত্ত্বেও সেই একই অভিযোগ সামনে এল। এই এসি লোকালের ভাড়া ১২০ টাকা। তবে নতুন এসি লোকাল পেয়ে খুশি যাত্রীরা। অনেকেই চাইছেন এই শাখায় আরও বেশি এসি লোকাল ট্রেন দেওয়া হোক।