Kolkata Airport: যাত্রীর চরম খিঁচুনি, কলকাতা বিমান বন্দরে এরপর যা হল…

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

May 31, 2024 | 12:07 AM

Kolkata Airport: প্রায়শই বিমানে যাত্রীদের অসুস্থ হয়ে যাওয়ার খবর সামনে আসে। বিমান বন্দর কর্তৃপক্ষও তাদের যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করে। তবে অনেক সময়ই প্রাথমিক চিকিৎসার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার নার্সিংহোমে ভর্তি করাতে হয়।

Kolkata Airport: যাত্রীর চরম খিঁচুনি, কলকাতা বিমান বন্দরে এরপর যা হল...
বিমানে ওঠার আগে টিকিট কাটা থেকে বিমানবন্দরে টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নেওয়া, ব্যাগপত্র জমা করা-সহ অনেকগুলি ধাপ থাকে। এই ধাপগুলি ঠিকমতো না পেরোলে বিমানে ওঠা সম্ভব নয়

Follow Us

কলকাতা: বিমানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। কলকাতা বিমান বন্দরে অবতরণ করানোর পর প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর ওই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। ভুটান এয়ারলাইনের বিমান B3 701/STA-তে ব্যাংককের ওই যাত্রী ছিলেন।

ওই যাত্রী বিমানেই অসুস্থ হয়ে পড়েন। বিমান বন্দর সূত্রে খবর, আচমকাই খিঁচুনি হতে থাকে ওই যাত্রীর। বিমান বন্দরে থাকা মেডিক্যাল টিম সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা করে। প্রাথমিক চিকিৎসা করানো হয় সেখানেই।

তবে তাঁর আরও চিকিৎসার প্রয়োজন ছিল। সেকারণেই তাঁকে বিমান বন্দরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে আর একজন ছিলেন। প্রায়শই বিমানে যাত্রীদের অসুস্থ হয়ে যাওয়ার খবর সামনে আসে। বিমান বন্দর কর্তৃপক্ষও তাদের যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করে। তবে অনেক সময়ই প্রাথমিক চিকিৎসার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার নার্সিংহোমে ভর্তি করাতে হয়। এদিনও তেমনটাই ঘটে বলে বিমান বন্দর সূত্রে খবর।

Next Article