Durga Puja live: মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলির জন্য ভিড়, চলছে কুমারী পুজোও

Oct 11, 2024 | 12:01 PM

Durga Puja live: কোচবিহার থেকে মালদা। কিংবা বাঁকুড়া থেকে হুগলি। রাজ্যের প্রতি প্রান্তে শুক্রবারের সকাল থেকে দেবী বন্দনায় মেতে উঠেছেন আমবাঙালি। পুষ্পাঞ্জলি দিতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। আজ একই দিনে মহাষ্টমী ও মহানবমী।

Durga Puja live: মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলির জন্য ভিড়, চলছে কুমারী পুজোও
আজ মহাষ্টমী ও মহানবমী। পুজোয় মেতেছেন আমবাঙালি

Follow Us

LIVE NEWS & UPDATES

  • 11 Oct 2024 12:01 PM (IST)

    কামারপুকুরে রামকৃষ্ণ মঠে দর্শনার্থীদের ঢল

    কামারপুকুর রামকৃষ্ণ মঠে দুর্গাপূজা উপলক্ষে দর্শনার্থীদের ঢল নেমেছে। সকাল সাড়ে ন’টায় কামারপুকুর রামকৃষ্ণ মঠে কুমারী পুজো শুরু হয়। আর তা দেখতে সকাল থেকেই অগণিত ভক্তের ঢল। মহাসমারোহে কুমারী পুজো করেন মঠের সন্ন্যাসীরা। গোঘাটের ৫ বছর ১১ মাসের শিশুকন্যা অর্চিষ্মিতা বন্দ্যোপাধ্যায়কে কুমারী রূপে পুজো করা হয়। বহু ভক্ত পুজোর পর তাকে প্রণাম করেন। আশীর্বাদ নেন। কামারপুকুরে এই মুহূর্তে চলছে পুজো পাঠ। এই উপলক্ষ্যে দুপুরে বেশ কয়েক হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবেন। তার জন্য লম্বা লাইনও পড়েছে।

  • 11 Oct 2024 10:47 AM (IST)

    আরতি করার সময় কাঁদলেন কল্যাণ

    আরতি করার সময় কাঁদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

    সন্ধিপুজো শেষে আরতি করলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরতি শেষে মা মা করে কাঁদতে দেখা গেল তাঁকে। শ্রীরামপুর ৫ ও ৬-এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই জমকালো পুজো করেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে। সাবেকি প্রতিমা আর লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে এবার। যা দেখতে দর্শনার্থীদের ঢল নামছে। তিথি অনুযায়ী, এদিন খুব ভোরে অষ্টমী পুজো হয়। তার পরই হয় সন্ধি পুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো। আর সেই পুজো শেষে আরতি করার সময় কাঁদলেন কল্যাণ।


  • 11 Oct 2024 10:41 AM (IST)

    কাটোয়ায় রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পুজো

    শুক্রবার মহাষ্টমীর সকালে কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শুরু হয়েছে কুমারী পুজো। কাটোয়ায় রামকৃষ্ণ সেবাশ্রমে দীর্ঘ ১৬ বছর ধরে চলে আসছে এই কুমারী পুজো। এই বছর কোন্নগরের বাসিন্দা দুর্বাদল চট্টোপাধ্যায়ের ৫ বছরের কন্যা দেবাঞ্জলি চট্টোপাধ্যায়কে কুমারী রূপে পূজিতা হচ্ছে। প্রথা মেনে ৫ বছরের দেবাঞ্জলিকে কুমারী রূপে নাম দেওয়া হয়েছে সুভাগা। বেলুড় মঠের নিয়ম অনুযায়ী, নতুন শাড়ি, ফুল মালা ও অন্যান্য অলঙ্কারে সাজিয়ে দেবাঞ্জলিকে কুমারী রূপে পুজো করা হচ্ছে। আর এই কুমারী পুজো দেখতে সকাল থেকেই মানুষের ভিড় জমেছে কাটোয়ার রামকৃষ্ণ সেবাশ্রমে।

  • 11 Oct 2024 10:32 AM (IST)

    বেলুড় মঠে কুমারী পুজো

    বেলুড় মঠে চলছে কুমারী পুজো

    বেলুড় মঠে শুরু হয়েছে কুমারী পুজো। কুমারী পুজো দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। সকাল থেকে বেলুড় মঠে ভিড় বাড়তে থাকে। মঠের বিভিন্ন প্রান্তে থাকা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পূজার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবার কুমারী হিসাবে পূজিত হয় বেলুড়ের বাসিন্দা সানভি মুখার্জি(৫)।

কলকাতা: একদিনেই মহাষ্টমী ও মহানবমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড়। পুষ্পাঞ্জলি দিতে ভিড় করেছেন সবাই। শহর থেকে শহরতলি, জেলায়-জেলায় মহাষ্টমীতে মেতে উঠেছেন আমবাঙালি। বেলুড় মঠে এদিন কুমারী পুজো দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এদিনই আবার মহানবমী। তাই, এক মুহূর্তও নষ্ট করতে চান না আমবাঙালি। পুজোর আনন্দে সকাল থেকেই মেতে উঠেছেন। সবমিলিয়ে মহাষ্টমী ও মহানবমীর আনন্দ বাংলার আকাশে বাতাসে।