কলকাতা: একদিনেই মহাষ্টমী ও মহানবমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড়। পুষ্পাঞ্জলি দিতে ভিড় করেছেন সবাই। শহর থেকে শহরতলি, জেলায়-জেলায় মহাষ্টমীতে মেতে উঠেছেন আমবাঙালি। বেলুড় মঠে এদিন কুমারী পুজো দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এদিনই আবার মহানবমী। তাই, এক মুহূর্তও নষ্ট করতে চান না আমবাঙালি। পুজোর আনন্দে সকাল থেকেই মেতে উঠেছেন। সবমিলিয়ে মহাষ্টমী ও মহানবমীর আনন্দ বাংলার আকাশে বাতাসে।
দিল্লির বুকে সবথেকে বড় দুর্গাপুজো, TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় রাত আটটা থেকে শুরু হল ঢাক বাজানো, ধুনুচি নাচের প্রতিযোগিতা। এর আগে ছিল ডান্ডিয়া অ্যান্ড গরবা নাইট।
একইদিনে অষ্টমী ও নবমী। সকাল থেকে পুষ্পাঞ্জলি দিতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করেন আমবাঙালি। আর বেলা বাড়তেই ঠাকুর দেখার ভিড় বাড়ছে। বিকেল থেকেই বিভিন্ন প্যান্ডেলে লম্বা লাইন। কলকাতা থেকে জেলা, পুজোর আনন্দে মাতোয়ারা আমবাঙালি।
কামারপুকুর রামকৃষ্ণ মঠে দুর্গাপূজা উপলক্ষে দর্শনার্থীদের ঢল নেমেছে। সকাল সাড়ে ন’টায় কামারপুকুর রামকৃষ্ণ মঠে কুমারী পুজো শুরু হয়। আর তা দেখতে সকাল থেকেই অগণিত ভক্তের ঢল। মহাসমারোহে কুমারী পুজো করেন মঠের সন্ন্যাসীরা। গোঘাটের ৫ বছর ১১ মাসের শিশুকন্যা অর্চিষ্মিতা বন্দ্যোপাধ্যায়কে কুমারী রূপে পুজো করা হয়। বহু ভক্ত পুজোর পর তাকে প্রণাম করেন। আশীর্বাদ নেন। কামারপুকুরে এই মুহূর্তে চলছে পুজো পাঠ। এই উপলক্ষ্যে দুপুরে বেশ কয়েক হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবেন। তার জন্য লম্বা লাইনও পড়েছে।
সন্ধিপুজো শেষে আরতি করলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরতি শেষে মা মা করে কাঁদতে দেখা গেল তাঁকে। শ্রীরামপুর ৫ ও ৬-এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই জমকালো পুজো করেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে। সাবেকি প্রতিমা আর লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে এবার। যা দেখতে দর্শনার্থীদের ঢল নামছে। তিথি অনুযায়ী, এদিন খুব ভোরে অষ্টমী পুজো হয়। তার পরই হয় সন্ধি পুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো। আর সেই পুজো শেষে আরতি করার সময় কাঁদলেন কল্যাণ।
শুক্রবার মহাষ্টমীর সকালে কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শুরু হয়েছে কুমারী পুজো। কাটোয়ায় রামকৃষ্ণ সেবাশ্রমে দীর্ঘ ১৬ বছর ধরে চলে আসছে এই কুমারী পুজো। এই বছর কোন্নগরের বাসিন্দা দুর্বাদল চট্টোপাধ্যায়ের ৫ বছরের কন্যা দেবাঞ্জলি চট্টোপাধ্যায়কে কুমারী রূপে পূজিতা হচ্ছে। প্রথা মেনে ৫ বছরের দেবাঞ্জলিকে কুমারী রূপে নাম দেওয়া হয়েছে সুভাগা। বেলুড় মঠের নিয়ম অনুযায়ী, নতুন শাড়ি, ফুল মালা ও অন্যান্য অলঙ্কারে সাজিয়ে দেবাঞ্জলিকে কুমারী রূপে পুজো করা হচ্ছে। আর এই কুমারী পুজো দেখতে সকাল থেকেই মানুষের ভিড় জমেছে কাটোয়ার রামকৃষ্ণ সেবাশ্রমে।
বেলুড় মঠে শুরু হয়েছে কুমারী পুজো। কুমারী পুজো দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। সকাল থেকে বেলুড় মঠে ভিড় বাড়তে থাকে। মঠের বিভিন্ন প্রান্তে থাকা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পূজার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবার কুমারী হিসাবে পূজিত হয় বেলুড়ের বাসিন্দা সানভি মুখার্জি(৫)।