Mamata Banerjee: এবারের বইমেলায় আরও বেশি বই বিক্রি হবে, আশাবাদী মমতা

সুজয় পাল | Edited By: সঞ্জয় পাইকার

Jan 28, 2025 | 5:46 PM

Mamata Banerjee: এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "পৃথিবী যতই এগিয়ে যাক, মানুষ বইকে ভুলতে পারে না। বই আমাদের প্রেরণা।" বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জার্মানির গভীর সম্পর্কের কথা তুলে ধরলেন মমতা।

Mamata Banerjee: এবারের বইমেলায় আরও বেশি বই বিক্রি হবে, আশাবাদী মমতা
বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বইমেলার উদ্বোধনে কখনও অতীতে ফিরে গেলেন। কখনও আবেগঘন হলেন মুখ্যমন্ত্রী। সবাইকে বই পড়ার আহ্বান জানালেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশাবাদী, এবার বইমেলায় গতবারের চেয়ে অনেকটাই বেশি বই বিক্রি হবে।

বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “গত বছর ৩০ কোটি টাকার ব্যবসা হয়েছে। ২৭ লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। এবার আশা করি, তার চেয়ে বেশি বই বিক্রি হবে। আরও বেশি মানুষ আসবেন। কারণ, মানুষ বইমেলাকে ভালবাসেন।” তিনি আরও বলেন, “আমাদের দেশে কলকাতা বইমেলা অন্যতম সেরা। এই বইমেলাকে সেরার সের হিসেবে দেখতে চাই।”

গত কয়েক বছর ধরে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্তর্জাতিক এই বইমেলা হচ্ছে। তার আগে বিভিন্ন জায়গায় তা আয়োজন করা হত। সেকথা উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগে অস্থায়ী বইমেলা ছিল। প্রতি বছর কোথায় বইমেলা হবে, তা নিয়ে একটা চিন্তা থাকত। এখন স্থায়ী বইমেলা প্রাঙ্গণ রয়েছে।”

এই খবরটিও পড়ুন

এবছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। সেই দেশের প্রতিনিধিরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমাদের মহান নায়ক নেতাজির সঙ্গে জার্মানির গাঢ় সম্পর্ক রয়েছে। নেতাজির কন্যা জার্মানির নাগরিক। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে।” একইসঙ্গে জার্মানির ফুটবল খেলার কথা উঠে এল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। জার্মান প্রতিনিধিদের উদ্দেশে মমতা বলেন, “আমাদের এই মহান দেশে নানা সম্প্রদায়, নানা ভাষা। আমরা একে অপরকে শ্রদ্ধা করি।”

৪৮ বার ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়