দীপঙ্কর দাস ও সোমা দাসের রিপোর্ট
কলকাতা: কেউ দাঁড়িয়ে রয়েছেন বাসের পাদানিতে। কেউ তো জানলার রড ধরে ঝুলছেন। কী করবেন, উপায় নেই! কারণ অফিস তো টাইমে ঢুকতে হবে। প্রতিদিন এই ছবি দেখতেই অভ্যস্থ কলকাতার সাধারণ নাগরিক। বিশেষ করে আইটি সেক্টর মানে সল্টলেক-করুণাময়ীর দিকে বাস সব রুটের বাস নেই। না, এ কথা শুধু টিভি ৯ বাংলা বলছে না, বৃহস্পতিবার নবান্নে চলা মিটিং থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ তুলেছেন। এমনকী, পরিবহন মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তীকেও ধমক দিয়েছেন। মমতা বলেছেন, হাসপাতাল এবং আইটি সেক্টরগুলিতে নজর দেওয়ার কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, ওই সব জায়গায় বাসের অভাব রয়েছে। একই কথা বলছেন এই সব এলাকায় রোজ যাতায়াত করা অফিসযাত্রীরাও।
অফিসযাত্রী শুভ বিশ্বাস বললেন, “আমি সেক্টর ফাইভ যাই। অফিস টাইমে বিশেষ করে পিক আওয়ারে খুব সমস্যা হয়। একদম ঝুলতে ঝুলতে যেতে হয়। বাস বাড়ালে ভাল হয়” আরও এক অফিসযাত্রী বলেন, “শুধু সেক্টর ফাইভ নয়। বাইপাসেও অনেক বাস কম। খুব অসুবিধা হয়। এসি বাস যেটা চলত সেটাও পাওয়া যাচ্ছে না। একটু বাস বাড়ালে ভাল হয়। সমস্যা হচ্ছেই।”
এখানেই শেষ নয়। বাস না থাকার জন্য অন্য অপশন রয়েছে ক্যাব বা শাটল। সেখানের ভাড়া বেশি। অনেকের পক্ষে সম্ভব নয় সেই ভাড়া মেটানো। বিশেষ করে একটু রাত বেড়ে গেলে আর কথাই নেই। খা-খা করে সেক্টর ফাইভ। বাস নেই। অগত্যা তখন ভরসা হয় অ্যাপ বাইক, নয়ত শাটল। আর এক যাত্রী বলেন, “অর্ধেক দিন রাতে বাস পাই না। সিআইটি রোড থেকে সেক্টর ফাইভের কোনও বাস নেই। অনেক রুট বন্ধ হয়ে গেছে। ভরসা সেই বাইক নয়ত ট্যাক্সি।”