কলকাতা: পেট্রোল পাম্পের জন্য টাকা বিনিয়োগ স্বেচ্ছাসেবী সংস্থা। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পীঠের স্বেচ্ছাসেবী সংস্থা একটি পেট্রোল পাম্প তৈরির জন্য টাকা বিনিয়োগ করেছিল। তাও ২০ লাখ টাকা। ওই পেট্রোল পাম্প তৈরির জন্য সিকিউরিটি ডিপোজ়িট হিসেবে ওই টাকা দেওয়া হয়েছিল। সিবিআই-এর জমা দেওয়া চার্জশিটে এমনই উল্লেখ রয়েছে। সম্প্রতি আসানসোল আদালতে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে এই কথা উল্লেখ করা হয়েছে।
আসানসোল আদালতে জমা করা চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজনের নামে একটি পেট্রোল পাম্প খোলা হচ্ছিল। সেই ব্যক্তির নামে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই ওই পেট্রোল পাম্প তৈরির জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২৬ লাখ টাকা দেওয়া হয়েছিল। এই ২৬ লাখ টাকার মধ্যে ২০ লাখ টাকা এসেছিল মলয় পীঠের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে। চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সন্দেহ, গরু পাচারের মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছিল, সেই টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। মূলত, গরু পাচারের কালো টাকা সাদা করতেই এই বিনিয়োগ করা হয়েছিল। সেই রকমভাবেই মলয় পীঠের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে গরু পাচারের কালো টাকা রাখা হয়েছিল সাদা করার জন্য। সেই টাকাই কি পেট্রোল পাম্পে বিনিয়োগ করা হচ্ছিল? ঘুরপথে কি পেট্রোল পাম্পে বিনিয়োগ করে গরু পাচারের কালো টাকা সাদা করা হচ্ছিল? সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
উল্লেখ্য, গরু পাচারের তদন্তে তেঁড়েফুঁড়ে আসরে নেমেছেন সিবিআই গোয়েন্দারা। ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পীঠকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা। মলয় পীঠের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নিয়েছেন গোয়েন্দারা। এবার সিবিআই-এর চার্জশিটে আরও চাঞ্চল্যকর তথ্যের খোঁজ মিলল।