Durga Puja Carnival 2022: কলকাতায় কার্নিভালের আলোর ছটা, সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন মমতাও

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 09, 2022 | 11:56 AM

কুনাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীর সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর। সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা।

1 / 8
করোনা ফাঁড়া কাটিয়ে প্রায় ২ বছর পর ফের কার্নিভালের আলোর ছটায় সেজে উঠল কলকাতা।

করোনা ফাঁড়া কাটিয়ে প্রায় ২ বছর পর ফের কার্নিভালের আলোর ছটায় সেজে উঠল কলকাতা।

2 / 8
এই বছর পুজোর কার্নিভালে অংশ নিল ৯৪টি পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটির জন্য চার মিনিট করে সময় বরাদ্দ করা ছিল।

এই বছর পুজোর কার্নিভালে অংশ নিল ৯৪টি পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটির জন্য চার মিনিট করে সময় বরাদ্দ করা ছিল।

3 / 8
কার্নিভালে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে কার্নিভাল দেখতে আসা দর্শকদের উদ্দেশে জোড় হাত নমস্কার জানান তিনি।

কার্নিভালে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে কার্নিভাল দেখতে আসা দর্শকদের উদ্দেশে জোড় হাত নমস্কার জানান তিনি।

4 / 8
মমতার সঙ্গে ছিলেন টলিউডের সেলিব্রিটিরাও। শেষ বেলায় বিজয়ার আনন্দে মেতে ওঠেন সকলেই।

মমতার সঙ্গে ছিলেন টলিউডের সেলিব্রিটিরাও। শেষ বেলায় বিজয়ার আনন্দে মেতে ওঠেন সকলেই।

5 / 8
কার্নিভালকে কেন্দ্র করে রেড রোডে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। রেড রোড সহ গোটা ময়দান চত্বরকে ১২টি জোনে ভাগ করা হয়েছিল।

কার্নিভালকে কেন্দ্র করে রেড রোডে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। রেড রোড সহ গোটা ময়দান চত্বরকে ১২টি জোনে ভাগ করা হয়েছিল।

6 / 8
কুনাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীর সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর। সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা।

কুনাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীর সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর। সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা।

7 / 8
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়। সূত্রের খবর, কার্নিভালের অনুষ্ঠানে ১৫ হাজারের কাছাকাছি দর্শক ছিলেন।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়। সূত্রের খবর, কার্নিভালের অনুষ্ঠানে ১৫ হাজারের কাছাকাছি দর্শক ছিলেন।

8 / 8
কলকাতার ৯৪টি পুজো কমিটির দেবী প্রতিমাকে দেখা গেল এবারের কার্নিভালে। এর মধ্যে কলকাতা পুলিশের আওতাধীন এলাকার ৮১টি ও রাজ্য পুলিশের অধীন এলাকার ১৩টি পুজো ছিল। কার্নিভালেই রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে কাঁসর বাজান মুখ্যমন্ত্রী।

কলকাতার ৯৪টি পুজো কমিটির দেবী প্রতিমাকে দেখা গেল এবারের কার্নিভালে। এর মধ্যে কলকাতা পুলিশের আওতাধীন এলাকার ৮১টি ও রাজ্য পুলিশের অধীন এলাকার ১৩টি পুজো ছিল। কার্নিভালেই রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে কাঁসর বাজান মুখ্যমন্ত্রী।

Next Photo Gallery