New Town: ‘ভয় কাটিয়ে আজ মেয়ে বলল…’, ধর্ষণের অভিযোগে উত্তপ্ত নিউ টাউন
New Town: অভিযোগ, শুধু ধর্ষণ নয়, ভয় দেখাতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাই ভয়ে মুখ খুলতে পারেনি ওই কিশোরী। শুক্রবার কোনও ক্রমে ভয় কাটিয়ে মা-কে সব কথা জানায় সে।
নিউ টাউন: আরজি করের ঘটনার জেরে এখনও উত্তপ্ত শহর। উৎসবের আবহেও রাজপথে চলছে আন্দোলন। এরই মধ্যে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শহরের উপকন্ঠেই। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নিউ টাউনের যাত্রাগাছি এলাকা। এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ শুনে রাতেই এলাকায় যা নিউ টাউন থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কারও না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে ও হুমকি দেয় বলে অভিযোগ। অভিযুক্তকে শুক্রবার রাতেই আটক করেছে নিউটাউন থানার পুলিশ। এদিকে, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
কিশোরীর মা জানিয়েছেন, ঘটনাটি কয়েকদিন আগের। শুক্রবারই জানতে পারেন তিনি। অভিযোগ, শুধু ধর্ষণ নয়, ভয় দেখাতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাই ভয়ে মুখ খুলতে পারেনি ওই কিশোরী। শুক্রবার কোনও ক্রমে ভয় কাটিয়ে মা-কে সব কথা জানায় সে। মেডিক্যাল পরীক্ষাও করানো হয় তার।
কিশোরীর মা বলেন, ভোরে আমরা কাজে বেরিয়ে যাই। সেই ফাঁকে ঢুকেছিল বাড়িতে। এসেই আমার মেয়ের মুখ চেপে ধরে, ধর্ষণ করে। অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে বলে থ্রেটও দিয়েছে। আজ ভয় কাটিয়ে আমার মেয়ে সব কথা বলল। কিশোরীর মা জানিয়েছেন, মেয়ের শারীরিক পরীক্ষাও করিয়েছেন তিনি। রিপোর্ট পাওয়ার পরই বুঝতে পারেন ঠিক কী হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।