Kolkata: স্কুলের বান্ধবীর সঙ্গে একই ঘরে, মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ কলকাতায়

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 01, 2025 | 10:15 AM

Kolkata: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত ছাত্র এক নামি কলেজে পড়াশোনা করেন। আর তরুণী এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী।

Kolkata: স্কুলের বান্ধবীর সঙ্গে একই ঘরে, মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ কলকাতায়
প্রতীকী চিত্র।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কলকাতা: ২০২৪-এ আরজি করে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছিল শহর কলকাতা। এবার ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার অর্থাৎ বর্ষশেষের রাতেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রকে। ধৃত যুবক কলকাতার এক নামি কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। গড়ফা থানা এলাকার ঘটনা।

গত ২১ ডিসেম্বর ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। আর গড়ফা থানায় অভিযোগ দায়ের হয় ৩১ ডিসেম্বর। অভিযোগকারী তরুণী জানান, তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে গত কয়েকদিনে অভিযোগ দায়ের করতে পারেননি।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত ছাত্র এক নামি কলেজে পড়াশোনা করেন। আর তরুণী এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। তাঁরা একই স্কুলে পড়াশোনা করেছেন, ফলে প্রাক্তন সহপাঠী হিসেবে পরিচিতি রয়েছে তাঁদের। অনেকদিন পর সম্প্রতি যোগাযোগ হয়েছিল তাঁদের মধ্যে। এরপরই এই ঘটনা।

অভিযোগ, তরুণীকে মাদক খাইয়ে, অচেতন করে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার গড়ফা থানায় তরুণী অভিযোগ জানানোর পরই তড়িঘড়ি তৎপর হয় পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় ছাত্রকে। জানা গিয়েছে, ওই ছাত্র বাগুইআটি বাসিন্দা। ফের একবার কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।

Next Article