কলকাতা: TV9 বাংলার খবরের জের। বাতিল হয়ে গেল হোমিওপ্যাথির ডিরেক্টর নিয়োগের প্রক্রিয়া। নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে। ডিরেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়ায়। TV9 বাংলায় সেই খবর প্রকাশিত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে তৎপর হয় স্বাস্থ্য ভবন।
স্বাস্থ্য ভবনের পর্যালোচনায় হোমিওপ্যাথির নিয়োগ প্রক্রিয়ায় গলদের অভিযোগ মান্যতা পেয়েছে। এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। হোমিওপ্যাথির ডিরেক্টর নিয়োগ বাতিল হওয়ায় অস্বস্তি বাড়ল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের।
এর আগে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় দাবি করেছিলেন, কোথাও কোনও দুর্নীতি হয়নি। সেই দাবি নিয়েও উঠছে প্রশ্ন।
প্যানেলে অধ্যক্ষের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিভাগীয় প্রধান কী ভাবে ডিরেক্টর হচ্ছেন? এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। গত মার্চে ডিরেক্টর পদে আবেদনের প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২৮ মার্চ ছিল আবেদন জানানোর শেষ তারিখ। ২৮ মার্চের পর ১৮-২৬ জুনের মধ্যে ফের ডিরেক্টর পদে আবেদন জানানোর বিজ্ঞপ্তি জারি হয়। প্রশ্ন উঠেছে, কাদের সুযোগ দিতে দু’মাস পর ফের আবেদন জানানোর সুযোগ?
ইন্টারভিউয়ের ফলপ্রকাশ হওয়ার পর থেকেই আবেদনকারীদের মধ্যে থেকে ডিরেক্টর পদের মনোনয়ন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যোগ্য মেধাবী প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (হোমিওপ্যাথি)’। অভিযোগ, এই নিয়োগে ওয়েস্ট বেঙ্গল স্টেট হোমিওপ্যাথিক হেলথ সার্ভিস আইন (২০১৫) মানা হয়নি।
ইন্টারভিউয়ে হোমিওপ্যাথিতে স্নাতক স্তরের ডিগ্রিতে ৫০ নম্বর বরাদ্দ ছিল,
স্নাতকোত্তর স্তরের ডিগ্রির জন্য বরাদ্দ ছিল ২০ নম্বর। উচ্চশিক্ষার ডিগ্রিতে কম নম্বর বরাদ্দ কার স্বার্থে, ওঠে প্রশ্ন। সেখানে স্নাতকোত্তরে ভাল নম্বর থাকা আবেদনকারীরা বাকিদের থেকে পিছিয়ে পড়লেন কীভাবে? সেই প্রশ্নও উঠেছে।
আরও অভিযোগ, ইন্টারভিউয়ে ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা ডাক পাননি।
ওবিসি তালিকাভুক্তদের বিজ্ঞপ্তিতে যে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল তাও মানা হয়নি বলে অভিযোগ।