Physically Harassed Minor: এসএসকেএমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উস্তির নির্যাতিত কিশোর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 04, 2022 | 4:42 PM

Minor Boy: উস্তির নির্যাতিত (Molestation) নাবালক টানা তিন দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। উস্তির মিশনে যৌন নির্যাতনের শিকার ওই কিশোরের অবস্থা অতি সঙ্কটজনক ছিল। যমে মানুষে টানাটানি চলছে বিগত কয়েকদিন ধরে। এসএসকেএম হাসপাতালের আইসিইউতে টানা তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।

Physically Harassed Minor: এসএসকেএমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উস্তির নির্যাতিত কিশোর
কেন বার বার এমন মর্মান্তিক ঘটনা? (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা : উস্তির নির্যাতিত (Molestation) নাবালক টানা তিন দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। উস্তির মিশনে যৌন নির্যাতনের শিকার ওই কিশোরের অবস্থা অতি সঙ্কটজনক ছিল। যমে মানুষে টানাটানি চলছে বিগত কয়েকদিন ধরে। এসএসকেএম হাসপাতালের আইসিইউতে টানা তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। উস্তির যৌন নির্যাতনের শিকার ওই কিশোরের শিরদাঁড়ায় গুরুতর চোট ছিল। চোট ছিল মাথাতেও। পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের পিছনে বড় কেউ জড়িত। কে এমন জঘন্য নির্যাতন চালাল বছর চোদ্দোর কিশোরের উপর? মিশনের রুম ইনচার্জ সইফুল গাজির ভূমিকা সন্দেহজনক। তাঁর উপর নজরে আছে পুলিশেরও।

উস্তির এক আবাসিক মিশনে অষ্টম শ্রেণিতে পড়ে ওই কিশোর। যেহেতু আবাসিক মিশন, তাই সেখানেই থেকে পড়াশোনা করে নির্যাতিত ওই কিশোর। ৩০ মার্চ রাতে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। কান দিয়ে, নাক দিয়ে রক্ত ঝরছিল। ওই কিশোরের যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন ছিল। শরীরে নৃশংস অত্যাচারের ছাপ স্পষ্ট। গোঙানি, গায়ে কালশিটে দাগ। দেরি না করে দ্রুত তাঁকে প্রথমে নিকটবর্তী এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বার বার এমন নৃশংসতার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। রবিবারই মালদায় চার বছর বয়সি এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে মাটিয়ায় এক নাবালিকা কিশোরীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছিল নাবালিকার মাসীর প্রেমিকার বিরুদ্ধে। কেন বার বার এমন নারকীয়তা? রাজ্যের বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি ইতিমধ্যেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দলকে কড়া আক্রমণ শানাতে শুরু করেছে।

আরও পড়ুন : Malda Child Harassment: ১৫ দিনে ৩ টি ভিন্ন খবর! মালদায় এবার ধর্ষিত ৪ বছরের ছোট্ট শিশু

Next Article