Pickpocketing in Bus : চলন্ত বাসে পকেটমারি, চুরি ৬২ হাজার টাকা; গোয়েন্দাদের তৎপরতাতেই শেষে হাসি ফুটল আজিজুরের মুখে

সিজার মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Feb 25, 2023 | 5:05 PM

Pickpocketing in Bus : বৃহস্পতিবার রাতে তিলজলার মোহাম্মদ রিজওয়ানকে পাকড়াও করে গোয়েন্দা বিভাগ।

Pickpocketing in Bus : চলন্ত বাসে পকেটমারি, চুরি ৬২ হাজার টাকা; গোয়েন্দাদের তৎপরতাতেই শেষে হাসি ফুটল আজিজুরের মুখে
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : নিজের ছন্দে চলছিল বাস। যাত্রীরাও সকলে ছিলেন নিজের নিজের খেয়ালে। হওড়া থেকে আক্রা যাওয়ার বাস ধরেছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) আজিজুর রহমান। কিন্তু, কে জানত এই বাসেই তার জন্য অপেক্ষা করছে বড় বিপদ। জানলে কী আর উঠতেন। খানিক পড়ে পকেটে হাত দিতেই দেখেন সব ফাঁকা। গত ১১ ফেব্রুয়ারি হাওড়া থেকে আক্রা যাওয়ার পথে ওই মিনিবাসে পকেটমারের (Pickpocket) কবলে পড়েন আজিজুর। এক, দু হাজার নয়, চুরি যায় একেবারে ৬৬ হাজার টাকা। একবারে এত টাকা হারিয়ে মাথায় হাত পড়ে যায় আজিজুরের। 

কী করবেন, কোথায় যাবেন শুরুতে তা ভেবে কূলকিনারা পাননি তিনি। বাড়তে থাকে ভয়, চড়তে থাকে উদ্বেগ। এরপরই তিনি দ্বারস্থ হন পুলিশের। মাঠে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পকেটমারের খোঁজে শুরু হয় জোরদার তদন্ত। খোঁজ চলে পকেটমারদের ব়্যাকেটে। জিজ্ঞাসাবাদ করা হয় হাওড়া-আক্রা রুটের একাধিক বাসের চালক থেকে শুরু করে খালাসিকে। জিজ্ঞাসাবাদ করা হয় বহু সন্দেহভাজনকে। অবশেষে খোঁজ মেলে আসল মাথার। বৃহস্পতিবার রাতে তিলজলার মোহাম্মদ রিজওয়ানকে পাকড়াও করে গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয় চুরির যাওয়া ৬২ হাজার টাকা। আর তাতেই ফের হাসি ফুটেছে আজিজুরের মুখে।

Next Article