কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন সত্ত্বেও মহার্ঘ ভাতা বা DA দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থানেই অনড় রইল রাজ্য সরকার। পূর্ব ঘোষণা মোতাবেক ৩ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। শুক্রবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে আগামী ১ মার্চ মাস থেকেই মূল বা বেসিক বেতনের ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি সমস্ত কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূল বা বেসিক বেতনের উপর ৩ শতাংশ হারে DA আগে থেকেই পেয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। এর সঙ্গে যুক্ত হল আর বাড়তি ৩ শতাংশ। ফলে মার্চ মাস থেকে সরকারি সমস্ত কর্মী ও পেনশনভোগীরা মূল বা বেসিক বেতনের উপর ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ দফতর। এদিন রাজ্যের সব সরকারি দফতরে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বিধানসভায় বাজেট চলাকালীন ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই ঘোষণা মতো এদিন নোটিফিকেশন জারি করে অর্থ দফতর। তবে অর্থ দফতর এদিন DA দেওয়ার বিজ্ঞপ্তি এমনভাবে জারি করেছে, যে এক ঝলকে দেখলে মনে হবে ৬ শতাংশ হারে DA বাড়ানো হল। কিন্তু, আদতে সেটা নয়। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী ২০২১ সালেই সরকারি কর্মীদের ৩ শতাংশ DA বাড়ানো হয়। এবার আরও ৩ শতাংশ DA বাড়ানো হল এবং আগের DA-র সঙ্গে মিলিয়েই সরকারি কর্মী ও পেনশনভোগীরা মোট ৬ শতাংশ DA পাবেন। অর্থ দফতর কায়দা করেই বিজ্ঞপ্তি জারি করেছেন বলে দাবি সমালোচকদের।
সরকারি কর্মীদের DA দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্য এখনও ৩২ শতাংশ হারে পিছিয়ে আছে বলে দাবি জানিয়েছেন রাজ্য কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, “ডিসেম্বর পর্যন্ত ধরলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে ডিএ পেয়েছেন। আর আমরা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্চ মাস ৬ শতাংশ হারে ডিএ পাব। অর্থাৎ আপাতভাবে কেন্দ্রের তুলনায় আমরা ডিএ-র ক্ষেত্রে ৩২ শতাংশ হারে পিছিয়ে রয়েছি।”