Kolkata Police: বান্ধবীর সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক? হাতেনাতে ধরল পুলিশ

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 29, 2024 | 11:01 AM

CM Mamata Banerjee: আরজি করের ঘটনায় প্রত্যেকেই নিজের মতো করে বিচারের দাবি চাইছেন। তৈরি হয়েছে বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপ। পুলিশ সূত্রে খবর, সেই রকমই 'উই ওয়ান্ট জাস্টিস' নামে একটি গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু শেখর নামে এক ব্যক্তি।

Kolkata Police: বান্ধবীর সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক? হাতেনাতে ধরল পুলিশ
গ্রেফতার হওয়া যুবকরা
Image Credit source: Kolkata Police

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক কষার অভিযোগ। অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে গ্রেফতার হয়েছিলেন একজন। এবার নতুন করে আরও চারজন গ্রেফতার হলেন। তাদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

আরজি করের ঘটনায় প্রত্যেকেই নিজের মতো করে বিচারের দাবি চাইছেন। তৈরি হয়েছে বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপ। পুলিশ সূত্রে খবর, সেই রকমই ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামে একটি গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু শেখর নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়। শুভম সেন এক যুবক এই অডিয়ো পোস্ট করেন। যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক কষা হয়েছিল বলে পুলিশের অভিযোগ। এরপর সেই ক্লিপটি ভাইরাল হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁকে জেরা করে অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় নামে আরও দু’জনকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। পাশাপাশি বর্ষা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে আরও দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বর্ষা আবার শুভমের বান্ধবীর।

একই সঙ্গে প্রবীর দাস নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক প্রতিনিধিকেও গ্রেফতার করে পুলিশ। নবান্ন অভিযানের দিন অশান্তি ছড়ানোর অভিযোগে বেহালা থেকে গ্রেফতার হয়েছে তাঁকে। ইতিমধ্যেই বারো খানা মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Next Article