কলকাতা: অপহরণ ও ডাকাতির ঘটনায় খাস কলকাতায় ফের গ্রেফতার আরও এক পুলিশকর্মী। মৌলালির এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় এর আগেই এক পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এবার জালে আরও এক পুলিশ কর্মী। কলকাতা পুলিশের কনস্টেবল দেবাশিস দাসকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকাও পাওয়া গিয়েছে। ধৃত দেবাশিস দাস বর্তমানে এসবি-তে কর্মরত।
গত জুন মাসেই ওই অপহরণের ঘটনা ঘটে। অভিযোগ, কলকাতার মৌলালী এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। মিথ্যা পরিচয় দিয়ে সরিয়ে নিয়ে গিয়ে ব্যবসায়ীর সঙ্গে থাকা ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতিও করা হয় বলে অভিযোগ। জুন মাসেই অভিযোগ দায়ের হয় তালতলা থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দারা।
সেই ঘটনায় তদন্তের নেমে আগে কলকাতা পুলিশের এসবি’তে কর্মরত এক কনস্টেবল সহ ৬ জন গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করে পুলিশ। জেরা থেকেই দেবাশিস দাসের নাম জানতে পারেন গোয়েন্দারা। এরপর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সল্টলেক এলাকা থেকে কনস্টেবল দেবাশিষ দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পুলিশ কর্মীর কাছ থেকে ১ লাখ টাকার বেশি নগদ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
অপহরণের ঘটনায় এভাবে পুলিশকর্মীর ভূমিকা সামনে আসায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা শহরের রাস্তায় চলাফেরা করা কতটা নিরাপদ, সেই প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, এর আগে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে ব্যাগ ভর্তি রুপো চুরি করে পালানোর অভিযোগ উঠেছিল। বিধাননগর স্টেশন থেকে এক ব্যক্তির ব্যাগ চুরি পালানোর অভিযোগ ওঠে। অভিযোগকারী ব্যবসায়ী জানিয়েছিলেন, বাইকে করে চম্পট দেয় ধৃত ব্যক্তি। পরে তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত আসলে এক পুলিশ কর্মী।