CISF barracks: মিউজিয়াম গুলিকাণ্ডে ৩০০ পাতার চার্জশিট জমা পুলিশের, তবে চলবে তদন্ত

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 29, 2022 | 11:34 PM

CISF barracks: অভিযুক্ত এ কে মিশ্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ৩৭৯, ৪০৭ বলে মামলা রুজু করেছে পুলিশ। তাঁর বাড়ি ওড়িশার ধানেখাল জেলায়।

CISF barracks: মিউজিয়াম গুলিকাণ্ডে ৩০০ পাতার চার্জশিট জমা পুলিশের, তবে চলবে তদন্ত

Follow Us

কলকাতা: মিউজিয়াম গুলিকাণ্ডে (Museum Shooting) চার্জশিট (Chargesheet) পেশ করল পুলিশ (Police)। তবে তদন্ত এখনও চলছে। সূত্রের খবর, বর্তমানে মোট ৩০০ পাতার চার্জশিট জমা পড়েছে। প্রসঙ্গত, অগস্টের শুরুতে ইন্ডিয়ান মিউজিয়ামের পিছনের দিকে আচমকা গুলি চালাতে গুলি চালিয়েছেন এ কে মিশ্র (৪৩) নামে এক সিআইএসএফ জওয়ান। জানা যায়, প্রায় ১৫ রাউন্ডের কাছাকাছি গুলি চলেছিল। এ ঘটনায় রঞ্জিৎ সাড়েঙ্গি (৫৮) নামে একজনের মৃত্যু হয়। আহত হন সুবীর ঘোষ(৫৯) নামে আরও একজন। তিনি অ্যাসিস্ট্যান্ট কম্যাডান্ট পদে কর্মরত ছিলেন বলে জানা যায়। 

অভিযুক্ত এ কে মিশ্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭,  ৩৭৯, ৪০৭ বলে মামলা রুজু করেছে পুলিশ। তাঁর বাড়ি ওড়িশার ধানেখাল জেলায়। তবে ঘটনার সময় শোনা গিয়েছিল সিআইএসএফের কর্মী এ কে মিশ্র (৪৩) দীর্ঘদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন। অবসাদের কারণেই তিনি ওই কাণ্ড ঘটিয়ে ছিলেন কিনা তার তদন্ত শুরু করেছিল পুলিশ। অস্ত্র আইনে তাঁকে গ্রেফতার করা হয়। অবশেষে ঘটনার পর প্রায় আড়াই মাস পর চার্জশিট দাখিল করল নিউ মার্কেট থানার পুলিশ। এদিকে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর মাসে ভারতীয় জাদুঘর এর যাবতীয় সুরক্ষার দায়িত্ব নেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ। তবে তারপর থেকে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটে। 

তবে চার্জশিট দাখিল হলেও এখনও এ ঘটনার তদন্ত প্রক্রিয়া চলতে থাকবে বলে জানা যাচ্ছে। চলতে থাকা তদন্ত প্রক্রিয়ায় যদি নতুন কিছু পাওয়া যায় তাহলে ফৌজদারি কার্যবিধির ১৭৩(৮) ধারা বলে ফের সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করতে পারবে পুলিশ। 

 

Next Article