সাংবাদিকের ক্যামেরায় বাধা পুলিশের

sreejayee das

|

Updated on: Feb 16, 2021 | 12:23 PM

কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিগঙ্গার খালে ঝাঁপ মারেন প্রতিবাদীরা।

আদিগঙ্গার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০টা ২০ নাগাদ আলিপুর সংশোধনাগারের কাছে একটি দল জমায়েত করে। সেখানে পাঁচ ছ’জন ছিলেন। অপর একটি জমায়েত হয় আলিপুর পোস্ট অফিসের সামনে। পুলিশের যাতে কোনওরকম সন্দেহ না হয় তাই দু’ভাগে ভাগ হয়ে আসেন প্রতিবাদীরা।

 

এরপরই চুপচাপ চলে আসেন আদিগঙ্গার ধারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিগঙ্গার খালে ঝাঁপ মারেন প্রতিবাদীরা। অত্যন্ত পরিকল্পিতভাবে এই প্রতিবাদ কর্মসূচি বলেই অনুমান। কারণ, তাঁদের হাতে যে প্ল্যাকার্ড ছিল জলে নামার আগে পর্যন্ত সেগুলি প্লাস্টিকে মুড়ে জামার ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন তাঁরা।