কলকাতা: বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকতলার নতুনপল্লিতে। রাজনৈতিক ক্ষোভ থেকেই এই হামলা বলে অভিযোগ বিজেপির।
অভিযোগ, জনা পঞ্চাশ তৃণমূল কর্মী ৩২ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর উপর চড়াও হন। খবর পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা ছুটে এলে তাঁদেরও বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী মহিলাদেরও রেয়াত করা হয়নি বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
স্থানীয় সূত্রে খবর, এক মহিলার ঠোঁটের উপরে কেটে গিয়েছে। হাতে গুরুতর চোট লেগেছে এক বিজেপি কর্মীর। আহতদের আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, কিছু দিন আগে এলাকায় যোগদান মেলার পর থেকেই ক্ষোভ জমছিল তৃণমূলের। এরপরই এই হামলা। ঘটনার তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ। যদিও তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।