কলকাতা: আসন সমঝোতা নিয়ে আরও একবার বসতে চলেছে বাম-কংগ্রেস। বলা ভাল সিপিএম-কংগ্রেস। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আলিমুদ্দিন স্ট্রিটে এই আসন সমঝোতা বৈঠক হবে। তবে সেখানে সিপিএম ছাড়া আর কোনও বাম শরিক থাকছে না। বৈঠকে থাকার কথা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের।
সূত্রের খবর, সোমবার রাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিপিএম নেতৃত্ব। আব্বাস সিদ্দিকিরা নিজেদের বক্তব্য সেখানে তুলে ধরেন। মঙ্গলবারের বৈঠকে কংগ্রেসের সঙ্গে তা নিয়ে আলোচনা হবে বলেই খবর। ইতিমধ্যেই ২৩০টি আসন নিয়ে ধরে ধরে আলোচনা করেছে কংগ্রেস ও সিপিএম। এই আসনগুলি নিয়ে মীমাংসার পরই বাকি আসন নিয়ে কথা বলার ইঙ্গিত দিয়েছে বাম নেতৃত্ব। অন্যদিকে জোটে শরিক হতে চেয়ে সিপিএম ও কংগ্রেস নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন আব্বাস। তাঁকে জোটে চেয়ে আগ্রহ প্রকাশ করে চিঠিও পাঠিয়েছেন বিমান বসু।
আরও পড়ুন: ভিডিয়ো: আদিগঙ্গা সাঁতরে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে পার্শ্বশিক্ষকরা, গামছা পরে জলে পুলিশ
অবশ্য আব্বাস জোটে এলে আসন সমঝোতার ক্ষেত্রে নতুন ফর্মুলা ব্যবহার করতে হবে সিপিএম-কংগ্রেসকে। কারণ, কোথায় আব্বাসের শক্তি রয়েছে, কোথায় শরিকদের শক্তি রয়েছে, সেখানে আব্বাস কতটা ফ্যাক্টর হবে, সেই সব নিয়ে আলোচনা হবে।
এছাড়াও আব্বাসের সঙ্গে আরও ছোট ছোট সংখ্যালঘু, আদিবাসী, দলিতদের দাবিদাওয়া নিয়ে লড়াই করা রাজনৈতিক দলের নেতৃত্ব কথা বলছেন। ফলে আব্বাস তাঁদের জন্য কত আসন সিপিএম ও কংগ্রেস নেতৃত্বের কাছে চাইবে, তা-ও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠবে।