রাজ্যের ৭ মেডিক্যাল কলেজের সুপার কাম ভাইস প্রিন্সিপাল পদে রদবদল

ঋদ্ধীশ দত্ত |

Feb 16, 2021 | 12:04 AM

রাজ্যের ৭ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপার কাম ভাইস প্রিন্সিপাল পদে রদবদল করল স্বাস্থ্য ভবন।

রাজ্যের ৭ মেডিক্যাল কলেজের সুপার কাম ভাইস প্রিন্সিপাল পদে রদবদল
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: একাধিক প্রফেসর পদে রদবদলের পর এ বার রাজ্যের ৭ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপার কাম ভাইস প্রিন্সিপাল পদে রদবদল করল স্বাস্থ্য ভবন।

একনজরে দেখে নিন কোন কোন মেডিক্যাল কলেজে রদবদল হল

এনআরএসের সুপার করা হল ইন্দিরা দে (পাল)-কে। এনআরএসেরই কমিউনিটি মেডিসিনের অধ্যাপক তিনি। এসএসকেএমের হাসপাতালের সুপার করা হল পীযূষ কুমার রায়কে। তিনি রায়গঞ্জ মেডিক্যালের ইএনটি বিভাগের অধ্যাপক।

কলকাতা মেডিক্যাল কলেজের সুপার হয়েছেন মানব নন্দী। তিনি কলকাতা মেডিক্যালের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপার হলেন অনিন্দ্য দাশগুপ্ত। তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যালের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক।

আরও পড়ুন: রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বড় রদবদল করল স্বাস্থ্য দফতর

কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিক্যালের সুপার করা হল রূপালি দে-কে। তিনি বর্ধমান মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার করা হয়েছে সঞ্জয় মল্লিককে। উত্তরবঙ্গ মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক তিনি। অন্যদিকে, মালদা মেডিক্যালের সুপার করা হয়েছে পূরঞ্জয় সাহাকে। মালদা মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক তিনি।

Next Article