Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে হাজিরা পরেশ পালের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 06, 2022 | 11:09 AM

Post Poll Violence: ২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্যে একাধিক ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে।

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে হাজিরা পরেশ পালের
সিবিআই দফতরে পরেশ পাল

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে দিতে এলেন পরেশ পাল। এই নিয়ে দ্বিতীয় বার সিবিআই দফতরে হাজিরা দিতে এলেন তিনি। বিজেপি কর্মী অভিজিত সরকার খুনের ঘটনায় সিবিআই জেকে পাঠিয়েছে তাঁকে। ২০২১ বিধানসভা ভোটের পর ২ মে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। অভিজিৎ সরকারের পরিবার সুবিচার পেতে উচ্চ আদালতের দারস্থ হয় এবং সিবিআই তদন্তের আবেদন জানান তাঁরা। এরপর আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।

২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্যে একাধিক ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। ২ মে ভোটের ফলঘোষণার দিন কাঁকুরগাছিতে খুন হন অভিজিৎ সরকার। বিজেপির তরফে প্রথম থেকেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল। এই ঘটনায় প্রত্যক্ষভাবে নাম জড়ায় বিধায়ক পরেশ পালের।  বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে গিয়ে  হামলা চালানো, খুনের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। তেমনই অভিযোগ করে পরিবার। ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কাঁকুরগাছির অভিজিতের খুনের তদন্ত শুরু করে সিবিআই।

যে জায়গায় অভিজিতকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, সেই এলাকা পরিদর্শন করেন তদন্তকারীরা। পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই মামলায় স্থানীয় বিধায়ক পরেশ পালকে তলব করে সিবিআই। ইতিমধ্যে দু’বার সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়েছেন পরেশ।  এর আগে মে মাসে তলব করা হয়েছিল পরেশ পালকে। তিনি হাজিরা এড়াননি তিনি। এদিনও তাঁর হাজিরা দেওয়ার দিন ছিল। নির্দিষ্ট সময়েই তিনি সিবিআই দফতরে পৌঁছন।

Next Article