CPIM: কলকাতায় এক ঘণ্টা বক্তৃতা কারাটের, মমতা-তৃণমূল নিয়ে নীরব

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 03, 2023 | 8:34 PM

Prakash Karat: কারাতের এদিনের বক্তব্যে উঠে এল ইতালি ও ব্রাজিলের প্রসঙ্গও। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একটি শব্দও শোনা গেল না তাঁর এক ঘণ্টা ধরে চলা বক্তব্যে।

CPIM: কলকাতায় এক ঘণ্টা বক্তৃতা কারাটের, মমতা-তৃণমূল নিয়ে নীরব
প্রকাশ কারাট

Follow Us

কলকাতা: সিপিএম (CPIM) মুখপত্র গণশক্তির ৫৭তম প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে যোগ দিতে এদিন কলকাতায় এসেছিলেন সিপিএম নেতা প্রকাশ কারাট (Prakash Karat)। প্রায় এক ঘণ্টা ধরে বক্তব্য রাখলেন তিনি। বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললেন। কিন্তু কলকাতায় ভরা হলের মধ্যে এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না প্রকাশ কারাত। জাতীয় রাজনীতিতে বিজেপি কীভাবে হিন্দুত্বকে হাতিয়ার করে ভোট ময়দানে সাফল্য পাচ্ছে, বরং সেই কথাই এদিন উঠে এল প্রকাশ কারাতের গলায়। তাঁর বক্তব্য, সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকা সত্ত্বেও হিন্দুত্ব কারণেই গুজরাট, উত্তরপ্রদেশে বিজেপি ভোট বাড়িয়েছে। তবে উত্তর প্রদেশে মেরুকরণ কিছুটা কমানো গিয়েছিল বলেই বিজেপির সিট কমানো গিয়েছে বলে দাবি তাঁর। কারাতের এদিনের বক্তব্যে উঠে এল ইতালি ও ব্রাজিলের প্রসঙ্গও। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একটি শব্দও শোনা গেল না তাঁর এক ঘণ্টা ধরে চলা বক্তব্যে।

যদিও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানাচ্ছেন, কোন নেতা কোন বিষয়ের উপর কথা বলবেন, তা আগে থেকেই স্থির করা ছিল। সেলিমের বক্তব্যে আবার রাজ্যের বিভিন্ন ইস্যুকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে দেখা গিয়েছে। উঠে এল আলিয়ার ছাত্রমৃত্যুর প্রসঙ্গও। বললেন, “আমরা দেখলাম নিউটাউনে আলিয়ায় ছাত্রকে পিষে মারা হয়েছে। এখনও পুলিশ কীভাবে বড়লোকি কারবার ধামা চাপ দেয়। এখন সরকার চাপা দিচ্ছে।” রাজ্যে বেকারত্বের সমস্যা নিয়েই শাসক শিবিরকে একহাত নেন সেলিম। মহম্মদ সেলিম বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বিরোধী থাকাকালীন তিনি কিছু ধ্বংসের রাজনীতি করেননি। ১১ বছর ধরে এত মিথ্যা বলেছেন, যে প্রলেপ দিতে হচ্ছে।”

সেলিম আরও বলেন, “রাজ্য সম্মেলন থেকে আমরা বলেছিলাম, আমাদের অর্গানিনাইজেশন নতুন করব। যারা বলেছিলেন সিপিআইএম শেষ, এখন তারা বুঝতে পারছেন তো।” পাশাপাশি ‘নতুন তৃণমূল’ নিয়েও খোঁচা দিতে দেখা গেল সিপিএম রাজ্য সম্পাদককে। বললেন, ‘নতুন বোতলে পুরনো মদ’। ফের একবার সরব হলেন তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ তুলে।

Next Article
Birbhum Blast: বীরভূমের মাড়গ্রামে বিস্ফোরণে জখম বালকের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা
CPIM: পঞ্চায়েতে ঘুরে দাঁড়াতে জ্যোতি বসুর দেখানো পথেই ‘দিশা’ খুঁজলেন সেলিম