Prasanna Roy: বাংলাদেশি সংগঠন থেকে বাদ পড়ল প্রসন্নর নাম! কী যোগ ছিল শিপনের সঙ্গে?
Prasanna Roy: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে প্রসন্ন রায়। তাঁর বিপুল সম্পত্তির সঙ্গে দুর্নীতির টাকার যোগ আছে কি না, সেটাই তদন্ত করে দেখেছে সিবিআই।
পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসন্নর আন্তর্জাতিক যোগের কথা প্রমাণ হয় বেশ কিছু ফেসবুক পোস্ট থেকে। প্রসন্নর প্রোফাইল ঘাঁটলেই চোখে পড়বে শিপন বসু নামে এক ব্যক্তির নাম। সেই ব্যক্তির সঙ্গে ছবিও রয়েছে প্রসন্নর। বাংলাদেশের বিশ্ব হিন্দু সংগ্রাম কমিটির প্রধান এই শিপন বসু। সোশ্যাল মিডিয়া বলে দিচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে কাজ করতেন তিনি। সিবিআই-এর হাতে প্রসন্ন গ্রেফতার হওয়ার পর কেনই বা সরানো হল তাঁর নাম? তা নিয়ে প্রশ্ন উঠছে।
এ ব্যাপারে TV9 বাংলার তরফে শিপন বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেছেন প্রসন্ন ওই সংগঠনের অন্যতম উপদেষ্টা ছিলেন। তাঁর দাবি, বলাকা আবাসনের পুজোয় তাঁর সঙ্গে আলাপ হয় প্রসন্নর। শিপন নিজেও নিউ টাউনের বাসিন্দা বলেই দাবি করেছেন। ভারতীয় হয়ে কেন বাংলাদেশের সংগঠনের প্রধান তিনি? তা নিয়ে উঠছে প্রশ্ন।
শিপন বসুর দাবি, প্রসন্ন সদস্য হলেও সংগঠনে কোনও আর্থিক অনুদান দিতেন না। তবে কিসের টাকায় সংগঠনের সদস্যরা বিদেশ সফরে যেতেন? শিপনের দাবি, তাঁর নিজের টাকায় বিদেশ সফরে পাঠাতেন তিনি। তবে প্রসন্নর সঙ্গে যে তাঁর ঘনিষ্ঠতা বেশি ছিল, তা স্পষ্ট। প্রসন্নর এই বাংলাদেশ যোগের বিষয়টাও খতিয়ে দেখছে সিবিআই। এরই মধ্যে গোয়েন্দাদের কাছে এমন অভিযোগ এসেছে, যাতে বোঝা যাচ্ছে, এ রাজ্যের একটি বিদ্যালয় থেকে টাকার বিনিময়ে শংসাপত্র পেতেন বাংলাদেশিরা। সেই বিদ্যালয়ের সঙ্গেও প্রসন্নর যোগ ছিল বলে দাবি সিবিআই-এর।