Durga Puja: শিক্ষা ‘দুর্নীতি’তে প্রেসিডেন্সি জেলে পার্থ-মানিক-সুবীরেশরা, সেখানেই পুজোর থিমে শিক্ষা
Partha Chatterjee: বন্দির সংখ্যা প্রায় আড়াই হাজারের মতো। এখানের পুজোর আয়োজনের দায়িত্বে রয়েছেন দীর্ঘদিনের সাজাপ্রাপ্তরা। অংশ নেন সমস্ত বন্দিই। তা বিচারাধীন হোন বা সাজাপ্রাপ্ত। তবে কি পুজোয় সরাসরি অংশ নিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা?
কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে এবারের দুর্গাপুজোর থিম নারী সাক্ষরতা ও স্বাস্থ্যই সম্পদ। থিমে শিক্ষা। এদিকে শিক্ষা কেলেঙ্কারি মামলায় এই প্রেসিডেন্সিতেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে তাবড় প্রাক্তন শিক্ষা আধিকারিক। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যরা প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দি। আর সেখানে এবারের পুজোর থিম শিক্ষা সংক্রান্ত। থিমের আর্ট ওয়ার্কের প্রশংসা করেছেন কলকাতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও। সম্প্রতি সংশোধনাগার ভিজিটে গিয়েছিলেন তিনি।
বন্দির সংখ্যা প্রায় আড়াই হাজারের মতো। এখানের পুজোর আয়োজনের দায়িত্বে রয়েছেন দীর্ঘদিনের সাজাপ্রাপ্তরা। অংশ নেন সমস্ত বন্দিই। তা বিচারাধীন হোন বা সাজাপ্রাপ্ত। তবে কি পুজোয় সরাসরি অংশ নিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা? এ উত্তর নির্ভর করছে সংশোধনাগার কর্তৃপক্ষের উপর। কারণ, প্রেসিডেন্সিতে রয়েছে ৮টি ব্লক। সেই ব্লকের বন্দিদের বিভিন্ন সময় পুজো প্রাঙ্গণে ভাগ করে করে হাজির করানো হয়। সেখানেই আবার রয়েছেন বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্তারা। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু, সারদা কর্তা সুদীপ্ত সেন প্রেসিডেন্সিতেই।
পুজোয় এলাহি খাবারের আয়োজন সংশোধনাগারে। সপ্তমীতে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাঁচমিশালি সবজি ভাজা, ডিম তরকা, পায়েস, মিষ্টি। অষ্টমীতে লুচি, আলুর দম, নবরত্ন, খিচুড়ি, পনির আলু তরকারি, কাবলি ছোলা, মিষ্টি। নবমীতে মটন বিরিয়ানি, মটনকারি, পটল চিংড়ি, ডিমকারি, চিড়ের পোলাও, রুটি, ডাল, মাছ। দশমীতে ফ্রায়েড রাইস, আলুর দম, পাঁচমিশালি তরকারি, ভাজা, পাঁপড়, চাটনি, মিষ্টি।
প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, “দেবী মায়ের আরাধনা আমরা আমাদের মতো করে করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করি দুর্গাপুজোকে পেটপুজোয় পরিণত করতে। কারণ বন্দিদের পক্ষে তো আর বাইরে বেরিয়ে ঠাকুর দেখার অধিকার নেই। আটকে থাকা এই চৌহদ্দির মধ্যেই।”