President Draupadi Murmu: একদিনের সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 02, 2023 | 12:36 AM

President Draupadi Murmu: মার্চ মাসে পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে এসেছিলেন তিনি। এবার রাষ্ট্রপতি হিসেবে তাঁর দ্বিতীয় সফর।

President Draupadi Murmu: একদিনের সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
দ্রৌপদী মুর্মু (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কলকাতা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একদিনের সফরে আসছেন বলে জানা গিয়েছে। আগামী ১৭ অগস্ট তাঁর সেই সফর থাকবে। এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা রাষ্ট্রপতির। গত মার্চ মাসে কলকাতায় এসেছিলেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম কলকাতা সফর। এবার দ্বিতীয়বারের জন্য সফরে আসছেন তিনি।

গার্ডেনরিচ শিপবিল্ডার্সের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, ১৭ অগস্ট সকাল সাড়ে ১১ টায় কলকাতা এয়ারপোর্টে নামবেন তিনি। সেখান থেকে সরাসরি যাবেন গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। ওই অনুষ্ঠানের পর জিআরএসই-র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দুপুর ১টা ৪০ থেকে ৩ট ১০ পর্যন্ত ওই অনুষ্ঠানে থাবেন তিনি। প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি। ওই দিনই বিকেলে দিল্লি ফেরত যাবেন বলে জানা গিয়েছে।

মার্চ মাসে পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে এসেছিলেন তিনি। কলকাতা, বেলুড় মঠ এবং শান্তিনিকেতনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। প্রথমবার কলকাতায় আসায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Next Article