কলকাতা: শহর ও শহরতলির মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে। সোম থেকে শনি- সপ্তাহের পাঁচদিনই এই কেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। কিন্তু, এই কেন্দ্রগুলিতে সাধারণত যে সময়ে চিকিৎসক বসেন এবং রোগীদের পরিষেবা দেওয়া হয়, সেই সময় অনেকেই পেটের দায়ে কাজে নিযুক্ত থাকেন। ফলে অনেক সময়ই প্রয়োজনেও তাঁরা ওই স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে পরিষেবা নিতে পারেন না। তাই তাঁদের কথা ভেবে এবার স্বাস্থ্য কেন্দ্রগুলির সময়সূচিতে পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার কেবল সকালে নয়, সন্ধ্যাতেও মিলবে চিকিৎসা পরিষেবা। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর (State health department)।
স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের বাসিন্দাদের ২০-২৫ শতাংশ বস্তিবাসী। তাঁদের অনেকেই বিভিন্ন অসাংগঠনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যেমন- দিনমজুর, নির্মাণকর্মী, রিকশাচলক, হকার, বাড়ি বা অফিসের পরিচারিকা। ফলে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে গেলে কাজ বন্ধ করতে হবে এবং তার ফলে মজুরি মিলবে না।
এদিকে, বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ওপিডির সময় হল, সকাল ৯টা থেকে দুপুর ২টো। ফলে অসাংগঠনিক ক্ষেত্রে নিযুক্ত কর্মীরা একদিনের রোজগার হারাতে না চেয়ে ইচ্ছা থাকলেও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যেতে পারতেন না। তাঁদের পকেটের টাকা খরচ করে প্রাইভেটে চিকিৎসা করাতে হয়। তাই তাঁদের কথা বিবেচনা করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্রে ওপিডি সময়ের বদল করা হচ্ছে। এবার থেকে সপ্তাহে দু-দিন সন্ধ্যায় পরিষেবা দেওয়া হবে।
স্বাস্থ্য দফতরের নতুন সূচি অনুযায়ী, সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আর সপ্তাহের দু-দিন- মঙ্গল ও শুক্রবার এই কেন্দ্রগুলিতে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
স্বাস্থ্য দফতরের এই নয়া সিদ্ধান্তে শহরের বস্তি অঞ্চলের বাসিন্দা থেকে দিনমজুর কর্মীরা বিশেষ উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।