কলকাতা: জেলটাকেই কি বাড়ি ধরে নিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য? প্রশ্নটা উঠছে, কারণ বুধবার দুপুরে আচমকা এসএসকেএম হাসপাতালে এসেছিলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জেলবন্দি মানিক ভট্টাচার্য। ‘সিজ়ন চেঞ্জের’ কারণে শারীরিক অস্বস্তি বোধ করায় এদিন এসএসকেএম-এর বক্ষরোগ বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন জেলবন্দি মানিক। এরপর হাসপাতাল থেকে বেরনোর সময় বললেন, “শরীরের একটু সমস্যা হচ্ছিল। ডাক্তার দেখিয়েছি। ওষুধ দিয়েছে। বাড়ি চলে যাচ্ছি।” কিন্তু মানিকবাবু যে জেলবন্দি, তাহলে বাড়ি যাচ্ছেন মানে? যদিও পরক্ষণেই মানিকের বক্তব্য, “সেটা আপনি যেভাবে ব্যাখ্যা করবেন।” হাসতে হাসতে বললেন, “যেখানে থাকি ওটাই বাড়ি।”
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে সপরিবারের গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। স্ত্রী শতরূপা জামিন পেয়েছেন বটে। তবে মানিক ও তাঁর পুত্র সৌভিক এখনও জেলবন্দি। এদিকে আজ কিন্তু মানিকের চালচলন কিংবা শরীরী ভাষা দেখে বোঝার উপায়ই নেই তিনি জেলবন্দি। বক্ষরোগ বিভাগে ডাক্তার দেখিয়ে, তারপর তিনি সটান ঢুকে যান এমএসভিপি-র কার্যালয়ে। কেন তিনি এমএসভিপির কার্যালয়ে গিয়েছিলেন? সেই নিয়ে প্রশ্ন শুনেই বেজায় বিরক্ত মানিক। সাংবাদিকের উদ্দেশে বললেন, “সেটা আপনাকে আমি বলব না। আপনি ডাক্তার নন, বুঝবেনও না। আমি যেখানে খুশি যাব। আমার কোনও বাধা নেই যেতে। আপনাকে বলার কথাও নয়।”
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্য। গ্রেফতারির পর থেকে প্রেসিডেন্সি জেলই তাঁর ঠিকানা। সেখানে এসএসকেএম হাসপাতালে তাঁর আসা থেকে শুরু করে আবার জেলে ঢোকা পর্যন্ত, পুরোটাই পুলিশের ঘেরাটোপের মধ্যে থাকার কথা মানিকের। সেখানে কোন জাদুবলে তিনি এমএসভিপির কার্যালয়ের ভিতরে ঢুকে গেলেন তিনি? সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসা মহলে।
কলকাতা: জেলটাকেই কি বাড়ি ধরে নিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য? প্রশ্নটা উঠছে, কারণ বুধবার দুপুরে আচমকা এসএসকেএম হাসপাতালে এসেছিলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জেলবন্দি মানিক ভট্টাচার্য। ‘সিজ়ন চেঞ্জের’ কারণে শারীরিক অস্বস্তি বোধ করায় এদিন এসএসকেএম-এর বক্ষরোগ বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন জেলবন্দি মানিক। এরপর হাসপাতাল থেকে বেরনোর সময় বললেন, “শরীরের একটু সমস্যা হচ্ছিল। ডাক্তার দেখিয়েছি। ওষুধ দিয়েছে। বাড়ি চলে যাচ্ছি।” কিন্তু মানিকবাবু যে জেলবন্দি, তাহলে বাড়ি যাচ্ছেন মানে? যদিও পরক্ষণেই মানিকের বক্তব্য, “সেটা আপনি যেভাবে ব্যাখ্যা করবেন।” হাসতে হাসতে বললেন, “যেখানে থাকি ওটাই বাড়ি।”
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে সপরিবারের গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। স্ত্রী শতরূপা জামিন পেয়েছেন বটে। তবে মানিক ও তাঁর পুত্র সৌভিক এখনও জেলবন্দি। এদিকে আজ কিন্তু মানিকের চালচলন কিংবা শরীরী ভাষা দেখে বোঝার উপায়ই নেই তিনি জেলবন্দি। বক্ষরোগ বিভাগে ডাক্তার দেখিয়ে, তারপর তিনি সটান ঢুকে যান এমএসভিপি-র কার্যালয়ে। কেন তিনি এমএসভিপির কার্যালয়ে গিয়েছিলেন? সেই নিয়ে প্রশ্ন শুনেই বেজায় বিরক্ত মানিক। সাংবাদিকের উদ্দেশে বললেন, “সেটা আপনাকে আমি বলব না। আপনি ডাক্তার নন, বুঝবেনও না। আমি যেখানে খুশি যাব। আমার কোনও বাধা নেই যেতে। আপনাকে বলার কথাও নয়।”
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্য। গ্রেফতারির পর থেকে প্রেসিডেন্সি জেলই তাঁর ঠিকানা। সেখানে এসএসকেএম হাসপাতালে তাঁর আসা থেকে শুরু করে আবার জেলে ঢোকা পর্যন্ত, পুরোটাই পুলিশের ঘেরাটোপের মধ্যে থাকার কথা মানিকের। সেখানে কোন জাদুবলে তিনি এমএসভিপির কার্যালয়ের ভিতরে ঢুকে গেলেন তিনি? সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসা মহলে।