কলকাতা: বুধবার প্রকাশ পাবে প্রাথমিকে শিক্ষক (Primary Teacher) নিয়োগের বিজ্ঞপ্তি। গতকালই নবান্ন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো এদিন সন্ধেয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে জারি হল বিজ্ঞপ্তি।
১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো, ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ইন্টারভিউ হবে। আজ থেকেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। ১৬ হাজার ৫০০ শূন্যপদের জন্য ৩২ হাজার প্রার্থীর তথ্য যাচাই করা হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তৃতীয় টেটের বিজ্ঞপ্তিও খুব দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এবার বিএড সার্টিফিকেটও গ্রাহ্য করা হবে বলে জানা গিয়েছে। তবে এনসিটিই’র নিয়ম অনুযায়ী বিএডে ৫০ শতাংশ থাকতে হবে। যা নিয়ে অসন্তুষ্ট প্রার্থীদের একাংশ। সূত্রের খবর, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও ইঙ্গিত দিয়ে রেখেছেন তাঁরা।
আরও পড়ুন: শ্রদ্ধা জানাতে ফের বঙ্গে! স্বামীজীকে শাহ, নেতাজীকে মোদী
প্রসঙ্গত, গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের লক্ষ্যে প্রাথমিকে তৃতীয় টেটের ঘোষণাও করেছিলেন। তিনি জানান, ৩১ জানুয়ারি হতে চলেছে তৃতীয় টেট। রাজ্যে কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে যখন প্রতি মুহূর্তে বিঁধছে বিরোধীরা। তখন নির্বাচনের আবহে এই ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: কলকাতার আকাশে বিমান বিভ্রাট, অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান বিচারপতি