শ্রদ্ধা জানাতে ফের বঙ্গে! স্বামীজীকে শাহ, নেতাজীকে মোদী

অমিতের মতো মোদীও ভোটের আগে বাঙালির ভাবাবেগ উস্কে দিতেই এই বিশেষ দিন বেছে নিয়েছেন? রাজনৈতিক মহল কিন্তু এই জল্পনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না।

শ্রদ্ধা জানাতে ফের বঙ্গে! স্বামীজীকে শাহ, নেতাজীকে মোদী
শ্রদ্ধা জানাতে ফের বঙ্গে! স্বামীজীকে শাহ, নেতাজীকে মোদী
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 10:49 PM

কলকাতা: বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কলকাতায় পা দিচ্ছেন অমিত শাহ। ঠিক তার ১০ দিনের মাথায়, ২৩ জানুয়ারি রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনটাই খবর সূত্রের। নেতাজী সুভাষ চন্দ্র বসুর (Netaji) ১২৫তম জন্মদিনে শ্রদ্ধা জানাতেই তাঁর আসা বলে জানা যাচ্ছে।

স্বামীজী ও নেতাজী, বাঙালি হৃদয়ে এই দুই নাম ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে, তা আলাদা করে বলা নিষ্প্রয়োজন। তবে কি অমিতের মতো মোদীও ভোটের আগে বাঙালির ভাবাবেগ উস্কে দিতেই এই বিশেষ দিন বেছে নিয়েছেন? রাজনৈতিক মহল কিন্তু এই জল্পনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না। বিশেষ করে গত কয়েক মাসে যেভাবে একাধিক সময়ে তিনি বাঙালিকে আবেগকে গুরুত্ব দিয়েছেন, তাতে এই জল্পনা আরও গতি পেয়েছে।

কদিন আগেই প্রধানমন্ত্রী একটি টুইট করেছিলেন। যেখান তিনি ২৩ জানুয়ারি দিনটি বিশেষ ভাবে পালন করার কথা ঘোষণা করেন। একই সঙ্গে নেতাজীর জন্মজয়ন্তী উদযাপনে একটি কমিটি তৈরির কথাও জানান। সেই কমিটিকে আবার নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। যে বিষয়টি পর্যবেক্ষকদের নজর কেড়েছে তা হল, ২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় থাকার পরও মোদী এই ধরনের কোনও পদক্ষেপ করেননি। তখন বিধানসভা ভোটের মাত্র ৪-৫ মাস বাকি থাকতেই এই সিদ্ধান্ত কেন!

আরও পড়ুন: কলকাতার আকাশে বিমান বিভ্রাট, অল্পের জন্য রক্ষা পেলেন ‘সুপ্রিম’ বিচারপতি

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত কয়েক মাস ধরেই মোদীর ‘বঙ্গ-প্রীতি’ কিঞ্চিৎ বাড়তে দেখা গিয়েছে। সেটা ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঋষি অরবিন্দের কথা উল্লেখ করা হোক, কিংবা একাধিক আন্তর্জাতিক সম্মেলনে নিজের পিছনে দক্ষিণেশ্বর বা কোচবিহার রাজবাড়িকে স্থান দেওয়া। ক্রমাগতই বাঙালির নাড়ি ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অমিত শাহও তাঁরই পদাঙ্ক অনুসরণ করে চলেছেন।

আরও পড়ুন: শুভেন্দু দল ছাড়ার পর নন্দীগ্রামে প্রথম সভা করতে চলেছেন মমতা