টেটের বিজ্ঞপ্তি জারি, ৩১ জানুয়ারি পরীক্ষা

Dec 31, 2020 | 1:05 PM

আগামী ৩১ জানুয়ারি বেলা ১টায় টেট নেওয়া হবে। আড়াই ঘণ্টার পরীক্ষা হবে।

টেটের বিজ্ঞপ্তি জারি, ৩১ জানুয়ারি পরীক্ষা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: গত সপ্তাহেই নবান্ন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার জারি করল তৃতীয় টেটের বিজ্ঞপ্তি। আগামী ৩১ জানুয়ারি বেলা ১টায় টেট নেওয়া হবে। আড়াই ঘণ্টার পরীক্ষা হবে। শীতকাল হওয়ায় পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। ১৫০ নম্বরের পরীক্ষা হবে। ওয়েটেজ ৯০।

বিজ্ঞপ্তি জারি হল বৃহস্পতিবার।

২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ টিচার এলিজিবিলিটি টেস্টে বা টেট গ্রহণের প্রক্রিয়া শুরু করে। বিজ্ঞাপণও দেওয়া হয়। আড়াই লক্ষের উপরে আবেদনপত্র জমা পড়েছিল। কিন্তু বিভিন্ন দোলাচলতার কারণে সেই পরীক্ষা গত তিন বছরে নিয়ে উঠতে পারেনি পর্ষদ। তবে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী শিক্ষার নিয়োগ ক্ষেত্রে দু’টি বড় ঘোষণা করেন। এর আগে ৯ নভেম্বর ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেন। সেইমতো প্রার্থীদের ‘ভেরিফিকেশন’ও করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: ‘চাকরি পেয়েই ও কেমন বদলে গেল, বউয়ের ভালবাসা ফিরে পাওয়ার জন্য ধরনায় বসেছি’

একদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জট কাটাতে ইতিমধ্যেই যেমন নোটিস বেরিয়েছে, বছর শেষে প্রার্থীদের মুখে হাসি ফুটিয়ে তেমনই বের হল টেটের দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। ৩১ জানুয়ারি পরীক্ষা। ভরা শীতের মরসুম। তাই এবার পরীক্ষা গ্রহণের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

Next Article