কলকাতা: সম্প্রতি এ শহর দেখেছে ‘দাদার অনুগামী’ পোস্টার(Poster)। পাল্টা ‘দিদির অনুগামী’ পোস্টারে মুখ ঢেকেছে তার। নির্বাচনের মুখে পোস্টার নিয়ে রাজনীতির অন্যতম সাক্ষী হয়ত এই তিলোত্তমা। বছর শেষে আবারও একটি পোস্টারে(Poster) ছেয়ে গিয়েছে শহর। কালো ক্যানভাসে সাদা রঙে বড় হরফে লেখা ‘একুশে বদল হবে না।’ ব্যস এটুকুই! আর তাতেই উত্তাপ বাড়িয়েছে রাজ্য-রাজনীতিতে।
আরও পড়ুন: পোস্টার রাজনীতিতে এবার ‘বেসুরো’ রবীন্দ্রনাথ, সৌজন্যে ‘স্যরের অনুগামীরা’
কিন্তু, কে দিল এমন পোস্টার? কোনও বিশেষ দলের বিশেষ ইঙ্গিত কি বহন করছে এই পোস্টার(Poster)? আসন্ন নির্বাচনের ফলাফল? সমস্ত চাপান-উতোরকে বুড়ো আঙুল দেখিয়ে পোস্টারেই রহস্যভেদ! ক্যাপশনের নীচেই, খুদে হরফে লেখা আছে শিল্পী সুশান্ত পাল।ক্লাবের নাম টালা পার্ক প্রত্যয়(Tala Park)।
আরও পড়ুন: টেটের বিজ্ঞপ্তি জারি, ৩১ জানুয়ারি পরীক্ষা
আসন্ন একুশের দুর্গাপুজোর পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছে বড় বড় পুজো কমিটিগুলি। সেই পরিকল্পনামাফিকই বছর শেষের ঠিক আগেই গোটা শহর ছেয়ে গেল টালা পার্ক(Tala Park) প্রত্যয়ের এই শারদীয়ার পোস্টারে।
কেন এমন অভিনব ভাবনা? সংশ্লিষ্ট পুজো কমিটি সূত্রে খবর, পুজো-পোস্টারের এখন বিশেষ কোনও সময় নেই। করোনা আবহে দুর্গাপুজো ঠিক জাঁকের হয়নি। তাই নতুন বছর থেকেই পুজো নিয়ে কোমর বেঁধে নেমেছেন কর্মকর্তারা। গতবছরের শিল্পী সুশান্ত পালের হাত ধরে নয়া অবতারে আসতে চলেছে টালা পার্কের পুজো।যেহেতু শিল্পীর বদল হয়নি, তাই পোস্টারেও লেখা, ‘একুশে বদল হবে না।’
কোনও রাজনীতির সমর্থনে নয়, পুজোর সমর্থনেই এই চমক দর্শকদের মন ভরাবে বলে আশাবাদী তাঁরা। আসন্ন বিধানসভা ভোটের মুখে, বছর শেষের ঠিক আগেই এই পোস্টার যে শহরবাসীর কৌতূহল ও কৌতুকের কারণ হবে এমনটাই মনে করছে টালা পার্ক(Tala Park) প্রত্যয়ের পুজো কমিটি।