AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: জুনে ফের বঙ্গ সফরে আসতে পারেন মোদী: সূত্র

PM Modi: গত ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা ছিল তাঁর। মঞ্চে উঠেই শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা যায় তাঁকে। আয়ুষ্মান ভারত থেকে আবাস যোজনা, বাংলায় বাস্তবায়িত হওয়ার পথে তৃণমূলের অন্তরায় নিয়ে সুর চড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

PM Modi: জুনে ফের বঙ্গ সফরে আসতে পারেন মোদী: সূত্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 03, 2025 | 7:36 PM
Share

নয়া দিল্লি: ২৯ তারিখে এসেছিলেন ঝটিকা সফরে। বাজিয়ে দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা। উত্তরবঙ্গে গেলেও পা রাখেননি দক্ষিণবঙ্গে। তখনই শোনা গিয়েছিল ভোটের আগে মাঝেমধ্যেই বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তা সত্যি করেই জুনে ফের বঙ্গ সফরে আসতে পারেন পারেন মোদী। সূত্র মারফত এও জানা যাচ্ছে, আগের বার উত্তরবঙ্গে সভা হলেও এবার দক্ষিণবঙ্গে সভা করতে পারেন তিনি। 

আগামী বছরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীকেও নিয়মিত বঙ্গে আসার আবেদন জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। ওয়াকিবহাল মহলের ধারনা, তাঁদের দাবিকে মান্যতা দিয়েই এবার দক্ষিণবঙ্গে ঝড় তুলতে পারেন মোদী। কিন্তু, কবে কোথায় সভা করবেন সে বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, গত ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা ছিল তাঁর। মঞ্চে উঠেই শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা যায় তাঁকে। আয়ুষ্মান ভারত থেকে আবাস যোজনা, বাংলায় বাস্তবায়িত হওয়ার পথে তৃণমূলের অন্তরায় নিয়ে সুর চড়াতে দেখা যায় তাঁকে। অন্যদিকে মোদী ঘুরে যাওযার কিছু সময়ের মধ্যেই ৩১ মে রাতে কলকাতায় পা রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পরদিন নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভাও করেন তিনি। সেখানে তৃণমূলের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত চাঁচাছোলা আক্রমণ শানান তিনি। এবার দক্ষিণবঙ্গে মোদী এলে কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।