Health University: অপসারিত উপাচার্য, অভিভাবকহীন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে এবার সহ-উপাচার্য নিয়োগ

Sourav Dutta | Edited By: Soumya Saha

Aug 12, 2023 | 1:57 PM

Pro VC at Health University: সহ-উপাচার্য পদের দায়িত্বগ্রহণ ঘিরেও গতকাল চূড়ান্ত নাটকীয়তা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের ঘর তালাবন্দি থাকার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় নতুন দায়িত্ব পাওয়া সহ-উপাচার্য চিকিৎসক দেবাশিস বসুকে। শেষে স্বাস্থ্য ভবনের হস্তক্ষেপে সন্ধের আগে দায়িত্বগ্রহণ করেন তিনি।

Health University: অপসারিত উপাচার্য, অভিভাবকহীন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে এবার সহ-উপাচার্য নিয়োগ
স্বাস্থ্য বিশ্ববিদ্য়ালয়ের সহ-উপাচার্য নিয়োগ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত হয়েছেন সুহৃতা পাল। উপাচার্যহীন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে এবার সহ-উপাচার্য নিয়োগ করা হল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসক দেবাশিস বসুকে সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কলকাতা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। উপাচার্য পদ থেকে অপসারিত হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুহৃতা পাল। আর এসবের মধ্যেই এবার অভিভাবকহীন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য নিয়োগ করল স্বাস্থ্য ভবন। এদিকে সহ-উপাচার্য পদের দায়িত্বগ্রহণ ঘিরেও গতকাল চূড়ান্ত নাটকীয়তা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের ঘর তালাবন্দি থাকার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় নতুন দায়িত্ব পাওয়া সহ-উপাচার্য চিকিৎসক দেবাশিস বসুকে। শেষে স্বাস্থ্য ভবনের হস্তক্ষেপে সন্ধের আগে দায়িত্বগ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে একাধিক দফায় চিঠি গিয়েছে রাজভবন থেকে। উপাচার্য পদে কীভাবে সুহৃতা পাল বসে ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠানো হয়েছিল রাজভবন থেকে। তিনবার চিঠি এসেছিল আচার্য তথা রাজ্যপালের থেকে। কেন সুহৃতা পাল উপাচার্য পদে বসে রয়েছেন, তার জবাব দেওয়ার জন্য শেষে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল রাজভবন।

সেই শোকজের যে জবাব রাজভবনে গিয়েছিল, সূত্রের খবর রাজ্যপাল তথা আচার্য তাতে সন্তুষ্ট ছিলেন না। আর এরপরই উপাচার্য পদ থেকে অপসারিত করা হয় সুহৃতা পালকে। সেই থেকে এখনও উপাচার্যহীন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। অপসারিত হওয়ার পর সুহৃতা পাল অবশ্য রাজভবনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর এসবের মধ্যেই এবার অভিভাবকহীন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য নিয়োগ করা হল। দায়িত্ব দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রির অধ্যাপক দেবাশিস বসুকে।

Next Article