Mamata Banerjee: ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’, পঞ্চায়েতে হিংসা নিয়ে মোদীকে জবাব মমতার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 12, 2023 | 2:06 PM

West Bengal Panchayat Election Violence: প্রধানমন্ত্রীর মোদীর আক্রমণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "আপনি কখনও কখনও সাধারণ মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু সবসময় বোকা বানাতে পারেন না।"

Mamata Banerjee: চ্যারিটি বিগিনস অ্যাট হোম, পঞ্চায়েতে হিংসা নিয়ে মোদীকে জবাব মমতার
পঞ্চায়েতে হিংসা নিয়ে মোদী-মমতার তরজা।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কলকাতা: বাংলার পঞ্চায়েত হিংসা নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার বিজেপির পশ্চিমবঙ্গ ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যে হিংসার সাক্ষী থেকেছে গোটা দেশ, তা নিয়ে কথা বলেন। শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, “খুনের খেলা খেলেছে তৃণমূল। বুথ দখল করতে গুন্ডাদের ভাড়া করা হয়েছিল”। প্রধানমন্ত্রীর এই দাবির এবার পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

এ দিন প্রধানমন্ত্রী মোদীর আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি চান, দেশবাসী কষ্টে ভুগুক, মারা যাক, শুধুমাত্র বিজেপির সম্মৃদ্ধি হোক। বিজেপি এই চিন্তাধারা দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে না।”

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর মোদীর আক্রমণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি দুর্নীতির ইস্যু তুলতে পারেন না, কারণ আপনি নিজে একাধিক ইস্যুতে ঘিরে রয়েছেন। আবাস থেকে শুরু করে রাফাল। এগুলো ভুলে যাবেন না। আপনি কখনও কখনও সাধারণ মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু সবসময় বোকা বানাতে পারেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি নিজের দলের লোকজনেদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেন না, যারা দুর্নীতিতে জড়িত, চরিত্র নিয়ে আক্রমণ করেন। সব জায়গায় অশান্তি হচ্ছে। আপনাদের কর্মীরা বাংলাতে ১৬-১৭ জনকে খুন করেছে। আর আপনি হাওয়া দিচ্ছেন। সঠিকভাবে আচরণ করুন।”

প্রসঙ্গত, এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে বলেন, “তৃণমূলের কৌশলই হল নির্বাচনের জন্য সময় না দেওয়া। নির্বাচনের দিন এমন ঘোষণা করবে যে প্রস্তুতি, মনোনয়ন জমা দেওয়ার সুযোগই মিলবে না। বিজেপি বা কোনও বিরোধী দলকে মনোনয়ন পত্র জমা না দিতে পারেন, তার জন্য সবরকমের চেষ্টা চালানো হয়। যদি কেউ বুদ্ধি করে মনোনয়ন জমাও দেন, তবে তাদের প্রচার করতে দেওয়া হয় না। পাশাপাশি ভোটারদের ভয় দেখানো, বিজেপি কর্মীদের পরিবারকে বাড়ি থেকে বেরতে দেওয়া হয় না। “

Next Article