Primary Education Board: ‘সুপ্রিম’ নির্দেশ মেনে ২৬৯ জনকে মামলায় পার্টি করার প্রক্রিয়া শুরু, চাওয়া হল সমস্ত তথ্য

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 01, 2022 | 5:02 PM

Primary Board: আদালতের নির্দেশ মেনে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি পাঠাচ্ছেন মামলাকারীর আইনজীবীরা। এই ২৬৯ জনের নাম, ঠিকানা , কোন স্কুলে তাঁরা কর্মরত ছিলেন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হচ্ছে।

Primary Education Board: সুপ্রিম নির্দেশ মেনে ২৬৯ জনকে মামলায় পার্টি করার প্রক্রিয়া শুরু, চাওয়া হল সমস্ত তথ্য
সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: প্রাথমিকে ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলায় চাকরিপ্রার্থীদের পার্টি করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে প্রাথমিকে চাকরি বাতিল হওয়া ২৬৯ জনকে মামলায় সংযুক্তকরণের প্রক্রিয়া শুরু হল। আদালতের নির্দেশ মেনে আজই প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) চিঠি পাঠাচ্ছেন মামলাকারীর আইনজীবীরা। এই ২৬৯ জনের নাম, ঠিকানা , কোন স্কুলে তাঁরা কর্মরত ছিলেন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, এই ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পরে সেই মামলা ডিভিশন বেঞ্চে গেলে, সেখানেও একক বেঞ্চের নির্দেশের কোনও বদল হয়নি। পরবর্তী সময়ে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে, সেখানে চাকরি বাতিলের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সেক্ষেত্রে, ওই ২৬৯ জনকে মামলায় পার্টি করে তাঁদের বক্তব্য শোনার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মোতাবেক ওই ২৬৯ জনকে মামলায় সংযুক্তকরনের প্রক্রিয়া শুরু হল আজ থেকে।

প্রসঙ্গত, ওই মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় জানিয়েছিল,  চার বছরের বেশি সময় ধরে তাঁরা কর্মরত রয়েছেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট পদে ‘পার্মানেন্ট’ হয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু আবেদনকারীদের বক্তব্য়, মামলায় তাঁদের পার্টি করা হয়নি। এভাবে চাকরি থেকে বরখাস্ত করা আইনানুগ নয় বলেই নির্দেশনামায় উল্লেখ করেছিল শীর্ষ আদালত। কীসের ভিত্তিতে তাদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, তাও জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। ওই ২৬৯ জনকে মামলায় পার্টি করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হাইকোর্টের বিচারপতি সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে বিচারপতি যদি কোনও তদন্তের প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকে দিয়ে তা করাতে পারেন। শীর্ষ আদালতের সেই নির্দেশমতো এবার প্রয়োজনীয় পদক্ষেপের প্রক্রিয়া শুরু হল।

Next Article