Protest at Nabanna: ‘৫০০ টাকা ভাতা চাই না’, টেট ফেল করে চাকরি হচ্ছে কী ভাবে? আন্দোলন পৌঁছে গেল নবান্নের সামনে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 08, 2022 | 2:05 PM

Protest at Nabanna: নিরাপত্তা বলয় টপকে কী ভাবে বিক্ষোভকারীরা নবান্নের সামনে পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Protest at Nabanna: ৫০০ টাকা ভাতা চাই না, টেট ফেল করে চাকরি হচ্ছে কী ভাবে? আন্দোলন পৌঁছে গেল নবান্নের সামনে
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের

Follow Us

কলকাতা : এসএসসি-র নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। তারপরও নিয়োগে বেনিয়মের প্রতিবাদে চলছে আন্দোলন। এবার সেই সেই বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল খোদ মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নের সামনে। বুধবার সকালে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা পৌঁছে গেলেন নবান্ন চত্বরে। পুলিশ বাধা দিতে গেলেও কথা কানে তোলেননি আন্দোলনকারীরা। ফলে, রীতিমত হাতাহাতি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। টেট পাশ করেও চাকরি হচ্ছে না কেন? মূলত এই প্রশ্ন তুলেই এ দিন পথে নেমেছেন চাকরি প্রার্থীরা।

এ দিন কেউ কেউ রুটি হাতে অংশ নেয় আন্দোলনে। তাঁরা দাবি জানাতে থাকে, এই রুটিটুকু জোগানোর ব্যবস্থা যেন করে দেয় রাজ্য সরকার। মূলত টেট উত্তীর্ণরাই এ দিন বিক্ষোভে সামিল হয়েছেন। তাঁদের দাবি, ২০১৪ সালে টেট উত্তীর্ণ হলেও এখনও চাকরি জোটেনি তাঁদের। এক আন্দোলনকারী এ দিন বলেন, ‘২০২০-র ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, টেট উত্তীর্ণদের সবার চাকরি হবে। ২০২২ সাল হয়ে গেলেও চাকরি হয়নি এখনও।’ তাঁরা স্পষ্ট জানান, ‘আমরা ৫০০ টাকা ভাতা চাইনা। আমরা আমাদের ন্যায্য চাকরি চাই। আমরা বঞ্চিত হচ্ছি।’ তাঁদের মধ্যে অনেকেই জানান, চাকরির বয়স চলে যাচ্ছে, তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছে না সরকার। এর ফলে অন্য চাকরির সুযোগও চলে যাচ্ছে বলে দাবি তাঁদের। তাঁদের আরও অভিযোগ, টেট পরীক্ষায় যাঁরা ফেল করেছিলেন, তাঁরা চাকরি পাচ্ছেন।

এ দিন আচমকাই মিছিল পৌঁছে যায় নবান্নের সামনে। নিরাপত্তা বলয় টপকে কী ভাবে বিক্ষোভকারীরা নবান্নের সামনে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, আদতে বিক্ষোভকারীদের হাওড়া স্টেশনে মিছিল করার কথা ছিল। গোয়েন্দা সূত্রে সেই খবর পেয়েই এ দিন হাওড়া স্টেশন চত্বর ঘিরে ফেলা হয় বিশাল পুলিশবাহিনীতে। কিন্তু আচমকাই রাস্তা বদল করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, সম্প্রতি আদালতেও একটি মামলা সামনে এসেছে, যেখানে অভিযোগ, টেট ফেল করা সত্ত্বেও চাকরি হয়েছে এক ব্যক্তির।

Next Article