কলকাতা: কাশ্মীর থেকে কন্যাকুমারী, রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ভারত জোড়ো যাত্রায় (Bharat Joro Yatra) হেঁটেছেন সাড়ে তিন হাজার পথ। গোটা ভারত থেকে এর জন্য কংগ্রেসের ১১৭ জন অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে ছিলেন কংগ্রেস নেত্রী (Congress Leader) তথা সল্টলেকের বাসিন্দা ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষিকা ৩৪ বছরের পূজা রায়চৌধুরী। এই পদযাত্রায় বাংলা থেকে ছিলেন দু’জন। পূজা ছাড়াও আর একজন হলেন উত্তরবঙ্গের সেবাদলের কর্মী কিরণ ছেত্রী।গিয়েছিলেন কর্নাটকেও। এদিকে এই কর্নাটকেই বিজেপিকে হারিয়ে এদিন বড় জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। দলের বাকিদের মতো স্বভাবতই খুশি পূজাও। তাঁর সাফ দাবি, কর্নাটকবাসীর এই রায়ই চব্বিশের লোকসভা নির্বাচনেক দিক নির্ধারণ করে দেবে।
এদিন টিভি-৯ বাংলার মুখোমুখি হয়ে রীতিমতো উচ্ছ্বসিত কণ্ঠে পূজা বলেন, “আমি ১৫ দিন লাগাতার ওখানে পরিশ্রম করেছি। ওখানে কাজ করার সময় মানুষের মনের কথা আমরা বুঝেছিলাম। স্পষ্টতই এটা বোঝা গিয়েছিল মানুষ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ। তাই ওখানে এমন একটা দল চাই যাঁরা মানুষের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে। তার জন্য মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা নির্বাচনের আগে আমাদের প্রতীক চিহ্নকে অনুসরণ করেই পাঁচ প্রতিশ্রুতি দিয়েছি। আর কংগ্রেস আগে দেখিয়ে দেয়েছি তাঁরা যা প্রতিশ্রুতি দেয় তারা তা পূরণ করে। মানুষ এই পাঁচ প্রতিশ্রুতির উপর ভরসা করে ভোট দিয়েছে। এটা কিন্তু, ২০২৪ সালের লোকসভা ভোটের দিক নির্ধারণ করবে।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের কর্নাটকের জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে রাহুলের ভারত জোড়ো যাত্রার। যার সূদূরপ্রসারী ছাপ পড়েছে জনমানসে। একই মত পূজারও। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভারত জোড়ো যাত্রা তো গোটা দেশেই একটা বড় আলোড়ন ফেলেছিল। ওটা যেহেতু কর্নাটকের উপর দিয়ে গিয়েছে তাউ এর প্রভাব আরও বড় হয়েছে। আমি মূলত মাইশোর ডিভিশনের দায়িত্বে ছিলাম। সামনে থেকে সবটা দেখেছি। এই যাত্রার পর থেকে মানুষের ভরসা আরও বেড়েছিল কংগ্রেসের প্রতি। আজ আমাদের পরিশ্রম সফল হয়েছে।” প্রসঙ্গত, কর্নাটক বিধানসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১৩। মোট আসন ২২৪। এই খবর যখন লেখা হচ্ছে তখনও পর্যন্ত ১৩৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে হাত শিবির। ৬৫টির বেশি আসনে এগিয়ে বিজেপি।