Pujoy Pulse: ‘হেব্বি খেতে ক্যান্ডি’, বারাসতের ময়নাবাজারে পৌঁছল ‘পুজোয় পালস’ ট্যাবলো

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 19, 2023 | 9:38 AM

Pujoy Pulse: রাজ্যের ২২টি শহরে ঘুরবে 'পুজোয় পালস ট্যাবলো'। এই ট্যাবলোয় থাকছে প্রচুর পালস ক্যান্ডি। ট্যাবলোতে থাকছে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা জমা দিতে হবে। বিভিন্ন শহরে ঘোরার পর চূড়ান্ত পর্যায়ে হবে সেরা বাছাই।

Follow Us

ঝকঝকে আকশ। কাশের দোলা। অপেক্ষা বোধনের। আজ আবার মহাপঞ্চমী। সকাল থেকেই মণ্ডপে-মণ্ডপে ঘুরছেন দর্শনার্থীরা। খাওয়া-দাওয়া, প্রতিমা দেখা থেকে শুরু করে বাদ পড়বে না কিছুই। আর এই উন্মাদনাকে বাড়িয়ে দিতে হাজির ‘পালস ক্যান্ডি ও টিভি ৯ বাংলা’পালস্ ট্যাবলো পৌঁছল বারাসতের ময়না বাজারে।

রাজ্যের ২২টি শহরে ঘুরবে ‘পুজোয় পালস ট্যাবলো’। এই ট্যাবলোয় থাকছে প্রচুর পালস ক্যান্ডি। ট্যাবলোতে থাকছে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা জমা দিতে হবে। বিভিন্ন শহরে ঘোরার পর চূড়ান্ত পর্যায়ে হবে সেরা বাছাই। গাড়িতে কতগুলি পালস আছে তা বলতে হবে। সঠিক জবাব দিলে জেতার সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি। থাকছে মোটরবাইক কিংবা স্কুটি জেতার সুযোগও।

এ দিন, বারাসতে ট্যাবলো পৌঁছতেই দেখা গেল প্রচুর মানুষের ভিড়। ঢাকের আওয়ার শুনতে পেয়েই ছুটে এলেন অনেকে। মহিলা-পুরুষ বাদ যাননি কেউই। হইহই করে এসে অংশগ্রহণ করলেন খেলায়। আট থেকে আশি সকলের মুখেই আনন্দ দেখা গেল। আগত এক প্রতিযোগী বললেন, “পালস খেতে খুব সুন্দর লাগে। আহা কী স্বাদ।”

ঝকঝকে আকশ। কাশের দোলা। অপেক্ষা বোধনের। আজ আবার মহাপঞ্চমী। সকাল থেকেই মণ্ডপে-মণ্ডপে ঘুরছেন দর্শনার্থীরা। খাওয়া-দাওয়া, প্রতিমা দেখা থেকে শুরু করে বাদ পড়বে না কিছুই। আর এই উন্মাদনাকে বাড়িয়ে দিতে হাজির ‘পালস ক্যান্ডি ও টিভি ৯ বাংলা’পালস্ ট্যাবলো পৌঁছল বারাসতের ময়না বাজারে।

রাজ্যের ২২টি শহরে ঘুরবে ‘পুজোয় পালস ট্যাবলো’। এই ট্যাবলোয় থাকছে প্রচুর পালস ক্যান্ডি। ট্যাবলোতে থাকছে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা জমা দিতে হবে। বিভিন্ন শহরে ঘোরার পর চূড়ান্ত পর্যায়ে হবে সেরা বাছাই। গাড়িতে কতগুলি পালস আছে তা বলতে হবে। সঠিক জবাব দিলে জেতার সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি। থাকছে মোটরবাইক কিংবা স্কুটি জেতার সুযোগও।

এ দিন, বারাসতে ট্যাবলো পৌঁছতেই দেখা গেল প্রচুর মানুষের ভিড়। ঢাকের আওয়ার শুনতে পেয়েই ছুটে এলেন অনেকে। মহিলা-পুরুষ বাদ যাননি কেউই। হইহই করে এসে অংশগ্রহণ করলেন খেলায়। আট থেকে আশি সকলের মুখেই আনন্দ দেখা গেল। আগত এক প্রতিযোগী বললেন, “পালস খেতে খুব সুন্দর লাগে। আহা কী স্বাদ।”

Next Article