R G Kar: টিটাগড়ের যুবকের দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় হুলস্থুল কাণ্ড আরজি করে

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 14, 2025 | 9:24 PM

R G Kar: প্রশাসনিক কার্যালয়ের সামনে এই স্বাস্থ্য কর্মী মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পর খোলা আকাশের নীচে পড়ে থাকল দুটি মৃতদেহ, তা নিয়েও প্রশ্ন উঠছে।  প্রশাসনিক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটলেও কার‌ও নজরে পড়ল না?

R G Kar: টিটাগড়ের যুবকের দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় হুলস্থুল কাণ্ড আরজি করে
অচৈতন্য হয়ে পড়া ওই কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ট্রমা কেয়ার থেকে টিটাগড়ের যুবকের দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় হুলস্থুল কাণ্ড আরজি করে।  টিটাগড়ে নিহত যুবক অমর চৌধুরীর পাশাপাশি আর‌ও একজনের দেহ ট্রমা কেয়ার থেকে মর্গে নিয়ে যাওয়ার সময়ে মাঝপথেই অচৈতন্য হয়ে পড়ে যান হাসপাতালের এক স্বাস্থ্য কর্মী। স্বাস্থ্য কর্মীর দাবি, তিনি অসুস্থ। কিন্তু প্রশ্ন হল, অসুস্থ স্বাস্থ্য কর্মীকে দিয়ে কেন পাঠানো হল মৃতদেহ?

প্রশাসনিক কার্যালয়ের সামনে এই স্বাস্থ্য কর্মী মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পর খোলা আকাশের নীচে পড়ে থাকল দুটি মৃতদেহ, তা নিয়েও প্রশ্ন উঠছে।  প্রশাসনিক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটলেও কার‌ও নজরে পড়ল না? দীর্ঘক্ষণ দুটি মৃতদেহ খোলা আকাশের নীচে পড়ে থাকার ছবি সংবাদমাধ্যমের ক্যামেরা বন্দি হ‌ওয়ার পর তৎপর হয় কর্তৃপক্ষ।

অন্য একজন কর্মীকে দিয়ে দু’টি মৃতদেহকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। অসুস্থ স্বাস্থ্য কর্মী মিঠুন মল্লিককে ভর্তির ব্যবস্থা করেন হাসপাতালে কর্তব্যরত নন মেডিক্যাল ডেপুটি সুপার।

প্রসঙ্গত, দোলের দুপুরে টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর এক যুবকের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অমর চৌধুরী নামে ওই যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই যুবককে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে থেকে স্থানান্তরিত করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। আর তাঁর দেহ নিয়ে যাওয়ার সময়েই অচৈতন্য হয়ে পড়েন ওই স্বাস্থ্যকর্মী।

Next Article