R G Kar: আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, লেকটাউন থেকে গ্রেফতার বি.কমের ছাত্রী

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 19, 2024 | 1:34 PM

R G Kar: রবিবারই একই কারণে গ্রেফতার করা হয়েছে আলিপুরদুয়ারের এক যুবককে। জানা গিয়েছে এই যুবক আলিপুরদুয়ার জংশন এলাকার বাসিন্দা। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জংশন ফাঁড়িতে অভিযোগ করা হয়।

R G Kar: আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, লেকটাউন থেকে গ্রেফতার বি.কমের ছাত্রী
লেকটাউন থেকে গ্রেফতার কলেজছাত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে গ্রেফতার এক কলেজ ছাত্রী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কীর্তি শর্মা। বছর তেইশের ওই তরুণী বিকমের ছাত্রী। লেকটাউন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে তালতলা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৭২ অপরাধের শিক্ষার ব্যক্তির পরিচয় প্রকাশ, ৭৯ নারীর শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে কথা, ২৪০ সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া, ৩৫১(২) মৃত ব্যক্তির সুনাম ক্ষুন্ন করায় ফৌজদারী ভীতি প্রদর্শন, ৩৫৩ ইলেকট্রনিক্স মাধ্যম-সহ মিথ্যা তথ্য গুজব প্রতিবেদন তৈরি করে প্রকাশ করা। ৩৫২ শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান ৩৫৬(২) মানহানি করা একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবারই একই কারণে গ্রেফতার করা হয়েছে আলিপুরদুয়ারের এক যুবককে। জানা গিয়েছে এই যুবক আলিপুরদুয়ার জংশন এলাকার বাসিন্দা। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জংশন ফাঁড়িতে অভিযোগ করা হয়।  সেই অভিযোগের প্রেক্ষিতে যুবককে গ্রেফতার করে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article