কলকাতা: লক্ষাধিক টাকা ব্যয় করে রবীন্দ্র সরোবরে (Rabindra Sarovar) বসানো হয়েছিল ফাউন্টেন তুলে নেওয়া হল। সরোবরে মরা মাছ ভেসে ওঠার ঘটনায়, যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। কেএমডিএ এবং রোইং ক্লাব এই ফাউন্টেন তুলে নেওয়ার ব্যাপারে বৈঠক করে। অবশেষে মঙ্গলবার সকালে রবীন্দ্র সরোবরের জল থেকে সেই ফোয়ারাগুলিকে তুলে নেওয়া হয়। বিতর্ক যাতে না আর বাড়ে, সেকারণে কেএমডিএ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
কিছুদিন আগেই রবীন্দ্র সরোবরের জলে প্রচুর মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। পরিবেশপ্রেমীরা তা নিয়ে সোচ্চার হন। সরোবরের জল পরীক্ষা করা হয়। জলের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয় মত্স্য দফতর। তাতে উল্লেখ করা হয়, জলে অক্সিজেনের মাত্রা কম হওয়াতেই মাছের মৃত্যু ঘটছে।
এরপর এর কারণ তলিয়ে ভাবা হয়। বিশেষজ্ঞরা বলেন, সরোবরে বসানো তিনটি ফাউন্টেনের জন্যই এমনটা ঘটছে। তাতে জলে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। ক্যালকাটা রোয়িং ক্লাব ও টালিগঞ্জের দিকে লেকের জলে অক্সিজেনের মাত্রা কম মিলেছে।
এরপরই কেএমডিএ-এর তরফে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়। কেএমডিএ-এর তরফে বলা হয়, ২টি জায়গায় অক্সিজেন কম আছে। গ্যাস পাওয়া গেছে। যদিও তা বড় ব্যাপার নয়। মত্স্য দফতরের সঙ্গে কথা হয়েছে, ১৫ দিন অন্তর জল পরীক্ষা করবে। বিষয়টি উদ্বেগের বলে মত পরিবেশ বিজ্ঞানীদের একাংশের।
গত শনিবার পরিবেশবিদ সুভাষ দত্ত রবীন্দ্র সরোবরে এসেছিলেন। ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের হয়ে তিনি জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তিনি জানিয়েছিলেন, অক্সিজেনের মাত্রা কম। ঠিক মতো পলি তোলা হয় না। যে কারণে বারবার এমন ঘটনা ঘটছে।
ফাউন্টেন থাকায় আরও সমস্যা হচ্ছে। টাকা অপচয় করে ফাউন্টেন বসানোর কোনও মানে হয় না। রোয়িং ক্লাব প্রতিবাদ করে। এরপর কেএমডিএ এই নিয়ে বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ফাউন্টেনগুলি খুলে ফেলা হবে।
উল্লেখ্য এর আগে জুন মাসে সল্টলেক সেন্ট্রাল পার্কের ভিতরে জলাশয়ে ভেসে উঠছে একাধিক মরা মাছ।কেন এই মাছের মড়ক? সেই জলাশয় ভরে উঠেছিল কচুরিপানায়। আর তার মাঝেই ভাসছে মরা মাছ। অক্সিজেনের অভাবে এ ভাবে মাছের মৃত্যু হচ্ছে বলেই প্রাথমিক অনুমান কর্তৃপক্ষের।
আরও পড়ুন: ‘সব কাজেই ডাকতাম, সম্মানও দিতাম’, তবে দলছাড়ার কারণ কী? রাজীব প্রসঙ্গে কী বললেন দিলীপ?
আরও পড়ুন: কমছে তাপমাত্রা, কালীপুজোর আগে কি এক পশলা বৃষ্টি নাকি সরাসরি পড়বে শীত?