কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যজনক মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে একাধিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ৯ অগস্ট রাতে কী ঘটেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতদের হস্টেলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেছেন পুলিশের অফিসাররা। সেই সঙ্গে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের মনে হয়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই পড়ুয়া যেদিন হস্টেলে ঢোকেন, সেই প্রথম দিন থেকেই তার উপর মানসিক নির্যাতন শুরু হয়েছিল। ঘটনার পর হস্টেলে জিবি হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার পর হস্টেলে থাকতে এসেছিলেন ওই পড়ুয়া। হস্টেলের তিন তলা থেকে পড়ে ৯ অগস্ট রাতে মাটিতে পড়ে সে। এই ঘটনার পর হস্টেলে জিবি হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। সেই জিবির নেতৃত্ব সৌরভ চৌধুরী দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও শুরুতে জিজ্ঞাসাবাদের সময় জিবি-র কথা সৌরভ অস্বীকার করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রথমে সৌরভ পুলিশকে জানিয়েছিল, ঘটনার পর তিনি কাঁদছিলেন। কোনও জেনারাল বডি (জিবি) মিটিং করেননি। কিন্তু পড়ুয়া মৃত্যুকাণ্ডে ধৃত বাকি পড়ুয়াদের থেকে পুলিশ জানতে পারে জিবি-র কথা। সেই সব বয়ানের ভিত্তিতে সৌরভকে এক টানা জিজ্ঞাসাবাদ করতে থাকেন তদন্তকারীরা। পুলিশি সেই জেরায় ভেঙে পড়ে জিবি করার কথা সৌরভ স্বীকার করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানতে পেরেছে, ওই দিন রাতে জিবি-র শুরুতেই উপস্থিত বাকিদের সৌরভ নির্দেশ দেয়- “আমি যা বলছি তোমার সবাই চুপচাপ শুনে যাও। কেউ কোনও পাল্টা প্রশ্ন করবে না।”
হস্টেলে ঢোকার প্রথম দিন থেকেই প্রথম বর্ষের পড়ুয়ার উপরে মানসিক নির্যাতন শুরু। ৯ অগস্ট তা চরম পর্যায়ে পৌঁছয় বলে মনে করছেন তদন্তকারীরা।