Railway: ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রীর জন্য বড় সুবিধা, রাতারাতি শিয়ালদহ স্টেশন বড় বদল আনল রেল
Railway: নতুন প্রবেশ ও বাহির গেটের ফলে বিশেষ করে ব্যস্ত সময়ে এবং উৎসবের মরসুমে বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে, যা স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যাবে। তদুপরি, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হবে।

কলকাতা: যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশনের প্রবেশ ও বাহির পথের ভিড় কমানোর উদ্দেশ্যে শিয়ালদহ স্টেশনে একটি নতুন প্রবেশ ও বাহির গেট চালু করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ স্টেশনের এই নতুন গেটটি কৌশলগতভাবে এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীদের জন্য স্টেশনে পৌঁছানো আরও সহজ ও সুবিধাজনক হয়।
নতুন প্রবেশ ও বাহির গেটের ফলে বিশেষ করে ব্যস্ত সময়ে এবং উৎসবের মরসুমে বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে, যা স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যাবে। তদুপরি, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হবে। নতুন গেটটি নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এটি অতিরিক্ত নজরদারি এবং মনিটরিং ব্যবস্থার সুযোগ করে দেবে।
ওয়েস্ট ক্যানেল রোড দিয়ে নতুন প্রবেশপথ চালু হওয়ার ফলে ভিড় দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। বেলিয়াঘাটা রোড, শ্যামবাজার বা সল্টলেক থেকে আসা যাত্রীরা এখন ব্যস্ত এপিসি রোড এড়িয়ে সরাসরি ওয়েস্ট ক্যানেল রোডের মাধ্যমে শিয়ালদহ স্টেশনে প্রবেশ করতে পারবেন।
প্রতিদিন শিয়ালদহ স্টেশনে আসা ১৫-১৮ লক্ষ যাত্রীর জন্য এই নতুন প্রবেশ ও বাহির গেট বিশেষভাবে উপকারী হবে। শিয়ালদহ বিভাগের পক্ষ থেকে এই নির্মাণকাজ রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। গোটা বিষয়টি নজরদারি করেছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম। তিনি বলেন, “নতুন প্রবেশ ও বাহির গেট স্টেশনের সামগ্রিক প্রবেশের সুবিধা উন্নত করবে এবং এই অত্যাধুনিক যাত্রী পরিষেবা অর্থনীতির বিষয়টিকেও চাঙ্গা করতে সাহায্য করবে।”





