Winter Weather Update: নভেম্বরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ৭ তারিখ থেকে বাড়বে ঠান্ডা

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 01, 2023 | 7:39 PM

Winter Weather Update: আবহাওয়া দফতর জানাচ্ছে ৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিন আগে থেকেই দেখা যেতে পারে মেঘলা আকাশের। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে শীঘ্রই আরও বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।

Winter Weather Update: নভেম্বরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ৭ তারিখ থেকে বাড়বে ঠান্ডা
বৃষ্টির পূর্বাভাস
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অক্টোবর শেষ। কিন্তু, নভেম্বরের শুরুর দিনেও রাজ্যে বিশেষ পারাপতন দেখতে পাওয়া গেল না। আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল নভেম্বরের শুরুর সপ্তাহে বিশেষ ঠান্ডা পড়বে না কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯৪ শতাংশের আশেপাশে। এরইমধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে হাওয়া অফিস। 

আবহাওয়া দফতর জানাচ্ছে ৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিন আগে থেকেই দেখা যেতে পারে মেঘলা আকাশের। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে শীঘ্রই আরও বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। সে কারণেই তিন তিন তারিখ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। পাশাপাশি ৪ নভেম্বর আবার উপকূলের কাছে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। 

একইসঙ্গে হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে আগামী ৪ থেকে ৫ দিন কলকাতা-সহ আশেপাশের এলাকার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কমলে রাতের তাপমাত্র ধীরে ধীরে নামতে শুরু করবে। আগামী কয়েকদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২৪ থেকে ২৫ এর কাছাকাছি থাকবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। ৭ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কমবে। 

Next Article