কলকাতা: সকাল হোক বা দুপুর, তাপপ্রবাহের (Heat Waves) হাত থেকে রক্ষা পাচ্ছে না বঙ্গবাসী। তীব্র দাবদহে পুড়ছে বাংলা। রোজই বাড়ছে তাপমাত্রার পারা। তবে এরইমধ্যে খানিক সুখবর দিচ্ছে হাওয়া অফিস। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে (Rain forecast in West Bengal)। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে কলকাতাতে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী দুদিনে কলকাতা তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আরও আছে খুশির খবর। আগামী কয়েকদিন তাপপ্রবাহ আর থাকবে না বলে জানা যাচ্ছে। আগামী ৪-৫ দিন অন্তত তাপপ্রবাহ ফেরার কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো কিছুটা নামবে। আগামী কয়েকদিন মূলত মেঘলাই থাকবে আকাশ।
রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। বাড়বে দমকা হওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। দমকা ঝড় হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই দুদিন দক্ষিণবঙ্গে র তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে। রবিবার উত্তরের আট জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বজবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস মিলেছে। সোম ও মঙ্গলবারেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।