কলকাতা: আকাশের অবস্থা যে খুব একটা ভাল নেই বারবার সে কথা জানাচ্ছে হাওয়া অফিস। পুজোতেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের হাত ধরে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখাও তৈরি হয়েছে। দু’য়ের জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। সঙ্গে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি যে তৈরি হয়েই আছে তা বলার অপেক্ষা রাখে না।
সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে। ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনায়। একই ছবি শুক্রবারেও। শুক্রবার আবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে একইসঙ্গে কলকাতা সহ জেলাতেই বৃষ্টির সতর্কতা থাকছে। শনিবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনায়।
হাওয়া অফিস বলছে, রবিবার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির পরিমাণ। তবে আংশিকভাবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ভিজবে উত্তরবঙ্গও। একাধিক জেলার অবস্থা বেশ খারাপ হতে পারে। বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি সব জেলাতেই।