Weather Update: একুশে বৃষ্টি, বাইশেও ভিজবে বাংলা, আরও বাড়বে গরম?

Weather Update: তবে তেইশে ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে।

Weather Update: একুশে বৃষ্টি, বাইশেও ভিজবে বাংলা, আরও বাড়বে গরম?
বৃষ্টি হলে বিপাকে পড়তে পারেন কৃষকরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 6:00 PM

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাতে কলকাতা-সহ পার্শ্ববতী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ছবি দেখা গিয়েছে। এদিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাসও থাকছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে বেশ কয়েকটি জেলায় ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারও হবে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দেখা যেতে পারে। পশ্চিমের বেশ কিছু জায়গায় শিলা বৃৃষ্টিরও পূর্বাভাসও থাকছে। এদিকে মেঘলা আকাশের কারণে পারদও ক্রমেই ঊর্ধ্বমুখী। 

হাওয়া অফিস বলছে, বর্তমানে যা তাপমাত্রা থাকার কথা তার থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। মৌসম ভবন বলছে, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে ক্রমেই আরও বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাতেই একুশ-বাইশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। 

তবে তেইশে ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। ২৪ তারিখেও হালকা বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। আগামী কয়েকদিনই সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশিই থাকবে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশের আশপাশে।