Rajarhat: ভয়ে ৩ মাস চুপ করেছিল ১২ বছরের মেয়েটা, অসুস্থ হতেই সবটা বেরিয়ে এল! সোজা রাজারহাট থানায় ছুটল পরিবার

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Mar 01, 2025 | 1:52 PM

Rajarhat: নির্যাতিতার পরিবারের অভিযোগ, প্রায় তিন মাসের বেশি সময় ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন অভিযুক্ত। শুরুটা করেছিলেন খাবারের লোভ দেখিয়ে। খাবার-সহ নানা জিনিসের লোভ দেখিয়ে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হত নাবালিকাকে।

Rajarhat: ভয়ে ৩ মাস চুপ করেছিল ১২ বছরের মেয়েটা, অসুস্থ হতেই সবটা বেরিয়ে এল! সোজা রাজারহাট থানায় ছুটল পরিবার
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব পরিবারের সদস্যরা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

রাজারহাট: জয়নগর থেকে আরজি কর, বিগত কয়েক মাসে একের পর এক ভয়াবহ ঘটনায় কড়া সাজা শুনিয়েছে আদালত। কিন্তু তারপরেও নারী নির্যাতনের বাড়বাড়ন্ত ঠেকানো যাচ্ছে কোথায়? সম্প্রতি মধ্যমগ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এবার রাজারহাটে এক ১২ বছরের নাবালিকাকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

নির্যাতিতার পরিবারের অভিযোগ, প্রায় তিন মাসের বেশি সময় ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন অভিযুক্ত। শুরুটা করেছিলেন খাবারের লোভ দেখিয়ে। খাবার-সহ নানা জিনিসের লোভ দেখিয়ে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হত নাবালিকাকে। তারপর সেখানেই চলতো শারীরিক হেনস্থা। নাবালিকা যাতে কাউকে কুকর্মের কথা কাউকে না বলে সে জন্য প্রায়ই তাঁকে ভয়ও দেখাতো ওই ব্যক্তি। আর সেই ভয়েই এতদিন কাউকে কিছু বলতে পারেনি নাবালিকা। 

এদিকে এরইমধ্যে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তখনই পরিবারের লোকজন চেপে ধরতেই সব খুলে বলে। তারপরই পরিবারের সদস্যরা দ্বারস্থ হন রাজারহাট থানার। পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত। তাঁরও বাড়ি রাজারহাটে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ঘটনার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। এদিন তাঁকে তোলা হচ্ছে বারাসত আদালতে। 

Next Article