Rajib Banerjee: পদ্মেই থাকছেন রাজীব? জল্পনা বাড়িয়ে জোড়া চিঠি দিলেন নেতৃত্বকে

ঋদ্ধীশ দত্ত |

Jun 26, 2021 | 7:46 PM

Rajib Banerjee BJP: আগামী ২৯ জুন বিজেপির রাজ্য কমিটির বৈঠক। রাজ্য কমিটির সদস্য রাজীবকে সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন নেতৃত্ব।

Rajib Banerjee: পদ্মেই থাকছেন রাজীব? জল্পনা বাড়িয়ে জোড়া চিঠি দিলেন নেতৃত্বকে
ফাইল ছবি

Follow Us

কলকাতা: জল্পনা থাকলেও ঘর ওয়াপসি ঘটেনি ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এখনও বিজেপিতেই রয়েছেন তিনি। দিনকয়েক চুপচাপ থাকার পর এ বার বিজেপির হয়ে সক্রিয় হয়ে সক্রিয়তা শুরু করলেন রাজীব। শনিবার বঙ্গ বিজেপি নেতৃত্বকে জোড়া চিঠি পাঠিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর, একটি চিঠিতে ডোমজুড়ের ঘরছাড়া বিজেপি কর্মীদের নামের তালিকা পাঠানো হয়েছে। দ্বিতীয় চিঠিতে যদিও কী রয়েছে তা এখনও জানা যায়নি। সেটির মুখ ছিল বন্ধ।

বিজেপি সূত্রে খবর, একটি চিঠি তিনি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় চিঠিটি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অভিতাভ চক্রবর্তীকে পাঠানো হয়েছে। প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে দীর্ঘ নামের তালিকা দেওয়া হয়েছে। ডোমজুড়ের কোন কোন বিজেপি কর্মী ভোটের পর থেকে ঘরছাড়া, তাঁদের নাম-ঠিকানা দেওয়া রয়েছে সেই চিঠিতে। পাশাপাশি ওই চিঠির মাধ্যমে তিনি অনুরোধ করেছেন, রাজ্য নেতৃত্ব যেন দ্রুত গৃহহীনদের ঘরে ফেরানোর উদ্যোগ নেন।

সংগঠনের সাধারণ সম্পাদক অভিতাভ চক্রবর্তীকে পাঠানো রাজীবের চিঠির মুখ অবশ্য বন্ধ করা ছিল। সেই চিঠিতে রাজীব কী লিখেছেন তা এখনও জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে জল্পনা, বর্তমানে তাঁর অবস্থান ঠিক কী, সেটা এই মুখবন্ধ চিঠির মাধ্যমে জানিয়ে থাকতে পারেন তিনি। এই প্রসঙ্গেই উল্লেখ্য, আগামী ২৯ জুন বিজেপির রাজ্য কমিটির বৈঠক। রাজ্য কমিটির সদস্য রাজীবকে সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন নেতৃত্ব। সেই বৈঠক নিয়েও তাঁর কোনও বক্তব্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Fake Vaccine: ‘দেবাঞ্জনের সঙ্গে জড়িত মিমির সহকারী’, নাম প্রকাশ্যে আনুন, হুঙ্কার শতরূপের

উল্লেখ্য, মুকুল রায় তৃণমূলে ফেরার পরই পুরনো দলে প্রত্যাবর্তনের জল্পনা বাড়িয়ে গত ১২ জুন কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে বিজেপির রাজনীতির আদব-কায়দা নিয়ে বিষোদগার করেন তিনি। একই সঙ্গে ‘কথায় কথায় ৩৫৬ ধারার জুজু’ দেখানোরও বিরোধিতা করেন। ফলে কোথাও গিয়ে তিনিও ‘বেসুরো’ হচ্ছেন বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল।

কিন্তু, এরপর রাজীবকে নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন তৃণমূল নেতাদের একাংশ। তাঁকে দলে ফেরানো হলে পরিণাম মোটেই ভাল হবে না, এমন হুঁশিয়ারি দিতে শুরু করেন রাজ্য তৃণমূল কর্মীদের একাংশ। সুর চড়ে হাওড়া জেলা তৃণমূলে নেতৃত্বেরও। এরপর থেকেই ক্রমশ অস্তাচলে চলে যায় রাজীবের ঘর ওয়াপসির জল্পনা।

আরও পড়ুন: ‘আমার নামে তো কত ফলক লাগানো আছে! নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী ছবি তুললে সেই তদন্ত কে করবে?’

Next Article