Rajya Sabha Election 2023: রাজ্যসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূল পরিষদীয় দলের
Rajyasabha Election: এ রাজ্যের মোট ৬টি আসনে নির্বাচন হচ্ছে। সাংসদ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায়ের। সূত্রের খবর, এই ছয় আসনের একাধিক আসনে প্রার্থী অপরিবর্তিত থাকতে পারে।
কলকাতা: ২৪ জুলাই রাজ্যসভার ভোট। ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূলের পরিষদীয় দল। ৬ জুলাই, ৯ জুলাই ও ১০ জুলাই দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় আসার নির্দেশ দিল তৃণমূল পরিষদীয় দল। মূলত এই তিনদিনের মধ্যে যে বিধায়কের যেদিন সুবিধা হবে, সেইদিন আসবেন তিনি। রাজ্যসভার ভোটে তৃণমূল ছ’টি আসনে প্রার্থী দেবে। আপাতত তাই স্থির হয়ে রয়েছে। সেই প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে বিধায়কদের স্বাক্ষর লাগবে। এক একজন প্রার্থীর জন্য ১০ জন প্রস্তাবকের স্বাক্ষর প্রয়োজন। এক একটি প্রার্থীর জন্য একাধিক সেট তৈরি করতে হয়। সেই জন্যেই বিধায়কদের ওই তিনদিন বিধানসভায় আসার জন্য বলা হয়েছে।
এ রাজ্যের মোট ৬টি আসনে নির্বাচন হচ্ছে। সাংসদ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায়ের। সূত্রের খবর, এই ছয় আসনের একাধিক আসনে প্রার্থী অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ আবারও তৃণমূলের সাংসদ হিসাবে থাকতে পারেন এমন একাধিক নাম রয়েছে এই তালিকায়। পদের মেয়াদ হচ্ছে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যেরও। সেখানেও হবে ভোট। এছাড়া লুইজিনহো ফেলেইরো সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই শূন্যপদেও হবে নির্বাচন।
আগামী ১২ জুলাই রাজ্যসভার ভোটে মনোনয়ন দিতে চলছেন তৃণমূল প্রার্থীরা। তার আগে প্রস্তাবকদের সাক্ষর প্রয়োজন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, শাসকদলের তিন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহা এখন বিচারাধীন বন্দি। জেলে রয়েছেন তাঁরা। তাঁদেরও ভোটদান পর্বে অংশ নেওয়ার সম্ভাবনা জোরাল হচ্ছে। তেমনটা করতে গেলে অবশ্য তিনজনকেই আদালতের অনুমতি নিতে হবে।